নব্যেন্দু হাজরা: হাতে আর একটা দিন। পরশু অর্থাৎ বৃহস্পতিবার কালীপুজো। স্বাভাবিকভাবেই অনেকেরই প্ল্যানিং রয়েছে প্যান্ডেল হপিংয়ের। সেই কথা মাথায় রেখে কালীপুজোর রাতে বাড়তি মেট্রো চালানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। তবে দিনভর অন্যান্যদিনের তুলনায় কম চলবে মেট্রো।
মেট্রোর তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার অর্থাৎ কালীপুজোর দিন দিনভর কম চলবে মেট্রো। ২৯২ টির বদলে ওইদিন চলবে ১৯৮ টি মেট্রো। তবে রাতের দিকে চলবে বাড়তি মেট্রো। জানা গিয়েছে, কবি সুভাষ ও দক্ষিণেশ্বর দুদিক থেকেই দিনের প্রথম মেট্রো ছাড়বে স্বাভাবিক সময়েই। রাতে চলবে আটটি স্পেশাল মেট্রো। রাত ৯ টা বেজে ৪০ মিনিটের পর থেকে ২০ মিনিটের ব্যবধানে মেট্রো মিলবে ১১ টা পর্যন্ত (কবি সুভাষ ও দক্ষিণেশ্বর দুদিক থেকেই)। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী মেট্রো ছাড়বে ১০ টা, ১০.২০, ১০.৪০ ও ১১ টায়। এদিকে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী মেট্রো ছাড়বে ৯ টা ৪৮, ১০ টা ০৮, ১০ টা ২৮ ও ১০ টা বেজে ৪৮ মিনিটে। তবে শিয়ালদহ থেকে সল্টলেক ও সল্টলেক থেকে শিয়ালদহ পর্যন্ত পরিষেবা স্বাভাবিকই থাকবে।
উল্লেখ্য, পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, আগামী ৩১ অক্টোবর ও ১ নভেম্বর অর্থাৎ বৃহস্পতি ও শুক্রবার কালীপুজো ও দীপাবলির সময় অতিরিক্ত ভিড় সামলাতে অতিরিক্ত ৮টি ইএমইউ স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোন রুটে কত রাত পর্যন্ত চলবে ট্রেন?
শিয়ালদহ-ডানকুনি-শিয়ালদহ ইএমইউ স্পেশাল (এক জোড়া): বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ১১টায় শিয়ালদহ থেকে ছেড়ে রাত সোয়া ১২টায় ডানকুনি পৌঁছবে। ডানকুনি থেকে বৃহস্পতিবার রাত ১২টা ২৫ মিনিটে ছেড়ে রাত ১টা ৫ মিনিটে শিয়ালদহ পৌঁছবে।
শিয়ালদহ-বারাসত-শিয়ালদহ ইএমইউ স্পেশাল (এক জোড়া): শিয়ালদহ থেকে রাত ১২টা ১০ মিনিটে ছেড়ে রাত ১২টা ৫৫ মিনিটে বারাসত পৌঁছবে। বারাসত থেকে রাত ১টা ১০মিনিটে ছেড়ে রাত ১টা ৫৫ মিনিটে শিয়ালদহ পৌঁছবে।
শিয়ালদহ-রানাঘাট-শিয়ালদহ ইএমইউ স্পেশাল (এক জোড়া): শিয়ালদহ থেকে রাত ১২ টা ৪০ মিনিটে ছেড়ে রাত আড়াইটেয় রানাঘাট পৌঁছবে। রাত ১১টা ৪৫ মিনিটে রানাঘাট থেকে ছেড়ে রাত ১টা ৪০ মিনিটে শিয়ালদহ পৌঁছবে।
শিয়ালদহ-বারুইপুর-শিয়ালদহ ইএমইউ স্পেশাল (এক জোড়া): শিয়ালদহ থেকে রাত সাড়ে বারোটায় ছেড়ে সোয়া একটায় বারুইপুর পৌঁছবে। এবং বারুইপুর থেকে রাত ১টা ২৫ মিনিটে ছেড়ে রাত ২টো ১০ মিনিটে শিয়ালদহ পৌঁছবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.