Advertisement
Advertisement
Kolkata Metro

Kolkata Metro: শুক্রবার থেকে বাড়ছে মেট্রোর সংখ্যা, কত মিনিট অন্তর মিলবে পরিষেবা?

একনজরে দেখে নিন প্রথম ও শেষ মেট্রোর সময়সূচি।

Kolkata Metro to reduce plying interval to control rush at office time | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:August 11, 2021 2:02 pm
  • Updated:August 11, 2021 2:06 pm

নব্যেন্দু হাজরা: কড়া বিধিনিষেধ শেষ হওয়ার পর থেকে ধীরে ধীরে গণপরিবহনে বাড়ছে যাত্রী সংখ্যা। ব্যতিক্রমী নয় মেট্রো রেলও। আর সেই কারণেই এবার মেট্রোর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো রেল (Metro Service) কর্তৃপক্ষ। আগামী ১৩ আগস্ট, শুক্রবার থেকে সোম থেকে শুক্র, কাজের দিনে ২২০টির পরিবর্তে চলবে ২২৮টি ট্রেন।

বুধবার কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ১৩ আগস্ট থেকে ৮টি অতিরিক্ত মেট্রো চালানো হবে। আপ ও ডাউন লাইনে এবার থেকে চলবে ১১৪টি করে ট্রেন। পাশাপাশি সকাল ও বিকেলে অর্থাৎ অফিস টাইমে নিত্যযাত্রীদের সুবিধার জন্য দুই মেট্রোর মধ্যে ব্যবধান সাত মিনিট থেকে কমিয়ে পাঁচ মিনিট করা হল। মানে এখন একটি মেট্রো মিস করলে পাঁচ মিনিট পরই মিলবে পরের মেট্রোটি। তবে অতিমারী আবহে মেট্রো পরিষেবার সময় অপরিবর্তিতই রাখা হল।

Advertisement

[আরও পড়ুন: Kolkata: দোকানিকে বাংলায় কথা বলতে বলার ‘শাস্তি’, বড়বাজারে দুই মহিলার উপর হামলা]

সোম থেকে শুক্র সকাল সাড়ে ৭টা থেকে চালু পরিষেবা। কবি সুভাষ অর্থাৎ নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া ফেরার শেষ মেট্রো ছাড়বে রাত ৮ টাতেই। শনিবারও অপরিবর্তিত রইল সময়সূচি। সকাল ৮টা থেকে বেলা ১১.৩০ এবং ৩.৩০ থেকে ৭.১৫ মিনিট পর্যন্ত মেট্রো চলবে। শুধু জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরাই পরিষেবা পাবেন। ভিড় এড়াতে এখনও রবিবার মেট্রো পরিষেবা চালু করছে না কর্তৃপক্ষ। এখনই টোকেন পরিষেবাও চালু হচ্ছে না। অর্থাৎ কার্ড ব্যবহার করেই মেট্রোয় চড়তে হবে।

একনজরে দেখে নিন প্রথম ও শেষ মেট্রোর সময়সূচি:
প্রথম মেট্রো
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ – সকাল ৭.৩০
দমদম থেকে দক্ষিণেশ্বর- সকাল ৭.৩০
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর- সকাল ৭.৩০
দমদম থেকে কবি সুভাষ- সকাল ৭.৩০
শেষ মেট্রো
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ- সন্ধে ১৯.৪৮
দমদম থেকে কবি সুভাষ- সন্ধে ৮
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর- সন্ধে ৮

[আরও পড়ুন: ‘কর্মক্ষেত্রে আমার কোনও বন্ধু নেই’, ফেসবুক পোস্টে কেন একথা লিখলেন Firhad Hakim?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement