Advertisement
Advertisement
Kolkata Metro

স্বাধীনতা দিবসেও কি অন্যদিনের মতোই মিলবে মেট্রো পরিষেবা? কী জানাল কর্তৃপক্ষ?

প্রথম এবং অন্তিম মেট্রোর সময় কি বদলাচ্ছে?

Kolkata Metro services on Independence Day, here is what to know | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:August 14, 2023 6:34 pm
  • Updated:August 14, 2023 6:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাধীনতা দিবসে (Independence Day 2023) বন্ধ সরকারি ও প্রায় সমস্ত বেসরকারি সংস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠান। ফলে অন্যান্য দিনের মতো ১৫ আগস্টে মেট্রোযাত্রীর সংখ্যা যে কম থাকবে, তা বলে দেওয়াই যায়। সেই কারণেই কর্মব্যস্ত দিলেন তুলনায় অপেক্ষাকৃত কম সংখ্যক মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ।

সোমবার মেট্রোর (Kolkata Metro Service) তরফে জানানো হয়েছে, ব্লু লাইন অর্থাৎ কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর লাইনে সাধারণত ২৮৮টি মেট্রো চলে। তবে স্বাধীনতা দিবসে আপ ও ডাউন মিলিয়ে চলবে মোট ১৮৮টি মেট্রো। তবে দিনের প্রথম এবং অন্তিম মেট্রোর সময় অপরিবর্তিতই থাকবে। যার অর্থ দুই মেট্রোর মধ্যে সময়ের ব্যবধান বাড়বে। এমনিতে সোম থেকে শুরু ৬ থেকে ১০ মিনিটের ব্যবধানে চলে মেট্রো। কিন্তু মঙ্গলবার তার সামান্য বদল ঘটবে। দমদম থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬.৫০ মিনিটে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের মেট্রোর সময়ও অপরিবর্তিত, সকাল ৬.৫০। অন্যদিকে দমদম থেকে দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার প্রথম মেট্রো যথাক্রমে ৬.৫৫ মিনিট এবং ৭টা।

Advertisement

[আরও পড়ুন: আশ্রমের ভিতর থেকে উদ্ধার পুরোহিতের হাত-পা বাঁধা দেহ, তুঙ্গে রাজনৈতিক তরজা]

একইরকম ভাবে অপরিবর্তিত থাকবে অন্তিম মেট্রোর সময়ও। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ এবং কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার শেষ মেট্রো যথাক্রমে রাত ৯টা ২৮ মিনিট এবং রাত সাড়ে ন’টা। অন্যদিকে দমদম থেকে কবি সুভাষ ও কবি সুভাষ থেকে দমদমগামী অন্তিম মেট্রোর সময় ৯টা ৪০ মিনিট।

ব্লু লাইনের মতো কমছে গ্রিন লাইন অর্থাৎ ইস্ট-ওয়েস্ট মেট্রোর সংখ্যাও। ১০৬টি মেট্রোর বদলে চলবে ৯০টি মেট্রো। তবে এক্ষেত্রেও প্রথম ও শেষ মেট্রোর সময়ের বদল ঘটছে না। তবে স্বাধীনতা দিবসে জোকা-তারাতলা মেট্রো লাইনের পরিষেবা সম্পূর্ণ বন্ধই থাকবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

[আরও পড়ুন: স্বাধীনতা দিবসের আগেই সাফল্য সেনার, গুলিতে নিকেশ অনুপ্রবেশকারী পাক জঙ্গি]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement