Advertisement
Advertisement

Breaking News

Kolkata Metro Services in Christmas

Kolkata Metro Services in Christmas: বড়দিনে গভীর রাত পর্যন্ত চলবে মেট্রো, টেটের দিনও বাড়তি পরিষেবা

কতক্ষণ চলবে মেট্রো?

Kolkata Metro Services in Christmas: Kolkata Metro timing increased on 25th December

ফাইল চিত্র।

Published by: Paramita Paul
  • Posted:December 20, 2023 6:36 pm
  • Updated:December 21, 2023 12:08 pm  

নব্যেন্দু হাজরা: বড়দিন উপলক্ষে প্রায় মধ্যরাত পর্যন্ত মেট্রো চলবে কলকাতায় (Kolkata)। তবে পরিষেবা শুরু হবে দেরিতে। দিনভর ৮ মিনিট অন্তর মিলবে মেট্রো। চলবেও কম সংখ্যায়। পাশাপাশি ২৪ ডিসেম্বর অর্থাৎ টেট উপলক্ষে সকাল-সকাল শুরু হবে মেট্রো পরিষেবা।

কলকাতা মেট্রোর (Kolkata Metro) মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, ২৫ ডিসেম্বর দক্ষিণেশ্বর বা দমদম থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো মিলবে সকাল ৮টা ৫৫ মিনিটে। উলটোদিকের প্রথম মেট্রো ছাড়বে সকাল নটায়। অন্যান্যদিন প্রথম মেট্রো ছাড়ে সকাল ৬টা ৫৫ মিনিটে। অন্যান্য দিন সবমিলিয়ে ২৮৮টি মেট্রো চলে। তবে বড়দিন চলবে মোটে ১৯৭টি মেট্রো। তবে ওইদিন শেষ মেট্রো মিলবে অনেক রাতে।

Advertisement

[আরও পড়ুন: ‘আপনি ভগবান, উদ্ধার করুন’, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বাড়ির সামনে চাকরিপ্রার্থীরা]

দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো ছাড়বে ১০টা ৫৮ মিনিট অর্থাৎ রাত ১১টায়। দমদম থেকে কবি সুভাষগামী মেট্রো ছাড়বে ১১ টা ১০ মিনিটে। আবার কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো চলবে রাত ১১টায়। আবার কবি সুভাষ থেকে দমদমগামী মেট্রো ছাড়বে রাত ১১টায়। আবার টেটের দিন অর্থাৎ ২৪ ডিসেম্বর সকালে প্রথম মেট্রো মিলবে সকাল ৬টা ৫৫ মিনিটে। পরীক্ষার্থীদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত।

[আরও পড়ুন: সাইবার প্রতারণা রুখতে নয়া দাওয়াই, মোবাইলের IMEI নম্বর বন্ধ করবে লালবাজার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement