Advertisement
Advertisement
Metro

সাতসকালে ব্যাহত মেট্রো পরিষেবা, দুর্ভোগ নিত্যযাত্রীদের

কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত থমকে গিয়েছে পরিষেবা।

Kolkata Metro services hit | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Monishankar Choudhury
  • Posted:September 9, 2023 8:17 am
  • Updated:September 9, 2023 8:35 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাতসকালে মেট্রো বিভ্রাট। কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত থমকে গিয়েছে পরিষেবা। সিগন্যাল ব্যবস্থায় যান্ত্রিক গোলযোগের জন্যই এই সমস্যা বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ।   

জানা গিয়েছে, শনিবার সকালে আচমকা রবীন্দ্র সরোবর স্টেশনে দাঁড়িয়ে পড়ে দক্ষিণেশ্বরগামী রেক। ফলে থমকে যায় পরিষেবা। নামিয়ে দেওয়া হয় যাত্রীদের। কবি সুভাষ থেকে আসা অন্য রেকগুলিকে আটকে দেওয়া হয় টালিগঞ্জ স্টেশনে। কালীঘাট স্টেশনে সিগন্যাল ব্যবস্থায় যান্ত্রিক গোলযোগের জন্যই এই সমস্যা বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ।

Advertisement

[আরও পড়ুন: ধূপগুড়ি উপনির্বাচনে ভরাডুবি বিজেপির, হারের কারণ খুঁজতে বাংলায় আসছেন বি এল সন্তোষ]  

কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত পরিষেবা থমকে গেলেও দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী ট্রেন চলছে। দমদম থেকে ময়দান পর্যন্ত মিলছে পরিষেবা। ট্রেন চলছে কবি সুভাষ থেকে টালিগঞ্জ স্টেশন পর্যন্ত। অর্থাৎ, ডাউন লাইনে পার্ক স্ট্রিট, এসপ্ল্যানেড, চাঁদনী চক, সেন্ট্রাল, এমজি রোডে যাওয়ার ক্ষেত্রে আপাতত মেট্রো পরিষেবা পাবেন না যাত্রীরা।  

বলে রাখা ভাল, গত বৃহস্পতিবারও অফিস টাইমে থমকে যায় মেট্রো পরিষেবা। লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যক্তি। ঘটনাকে কেন্দ্র করে হুলস্থুল পরিস্থিতি তৈরি হয় গিরিশ পার্ক মেট্রো স্টেশনে। ওই ব্যক্তিকে উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। ওই ঘটনার জেরে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত অর্থাৎ ডাউন লাইনে ব্যাহত হয় পরিষেবা। প্রবল ভোগান্তির শিকার হতে হয় আমজনতাকে।

[আরও পড়ুন: মিথ্যা কথা বলছেন’, রেজিস্ট্রারদের সঙ্গে বৈঠকের পর রাজ্যপালকে ফের কটাক্ষ ব্রাত্যর]  

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement