Advertisement
Advertisement

Breaking News

Kolkata Metro

ভরদুপুরে ফের মেট্রোয় ‘আত্মহত্যা’র চেষ্টা! ব্যাহত পরিষেবা

এদিন দুপুর ১২ টা বেজে ৪৫ মিনিট নাগাদ কবি সুভাষগামী মেট্রো শোভাবাজার সুতানুটি স্টেশনে ঢুকতেই লাইনে ঝাঁপ দেন ওই ব্যক্তি।

Kolkata Metro: Services Disrupted After Man Jumps In front of Train at Sovabazar Metro

ফাইল চিত্র

Published by: Tiyasha Sarkar
  • Posted:November 8, 2024 1:01 pm
  • Updated:November 8, 2024 8:17 pm  

নব্যেন্দু হাজরা: ভরদুপুরে ফের মেট্রোয় ঝাঁপ। এবার ঘটনাস্থল শোভাবাজার স্টেশন। এদিন দুপুর ১২ টা বেজে ৪৫ মিনিট নাগাদ কবি সুভাষগামী মেট্রো ঢুকতেই লাইনে ঝাঁপ দেন এক ব্যক্তি। তড়িঘড়ি লাইনের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। ঘটনার জেরে ব্যাহত মেট্রো পরিষেবা। প্রবল ভোগান্তির শিকার আমজনতা। 

জানা গিয়েছে, শুক্রবার বেলা ১২ টা ৩৬ নাগাদ মেট্রোটি দমদম স্টেশন ছাড়ে। ১২ টা ৪৫ মিনিট নাগাদ পৌঁছয় শোভাবাজারে। প্রচুর যাত্রীর ভিড় ছিল স্টেশনে। সেই সময় আচমকাই এক ব্যক্তি লাইনে ঝাঁপ দেন। স্বাভাবিকভাবেই সকলে হতচকিত হয়ে পড়েন। বিষয়টি বোঝামাত্রই লাইনের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। আপ ও ডাউন-দুই লাইনেই আংশিকভাবে বন্ধ করে দেওয়া হয় পরিষেবা। শুরু হয় উদ্ধার কাজ।

Advertisement

এই ঘটনার জেরে প্রবল সমস্যায় পড়েন যাত্রীরা। কেউ বিকল্প পথে গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করেন। কেউ আবার অপেক্ষা করেন মেট্রো পরিষেবা স্বাভাবিক হওয়ার জন্য। শহরের লাইফলাইন মেট্রো। অতি অল্প সময়ে যা যাত্রীদের পৌঁছে দেয় গন্তব্যে। সেখানেই লাগাতার এহেন ঘটনায় বিরক্ত যাত্রীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement