ফাইল ছবি।
নব্যেন্দু হাজরা: ছুটির দিন বিকেলে ফের মেট্রোয় আত্মহত্যার চেষ্টা। শোভাবাজারে মেট্রোর লাইনে ঝাঁপ দেন একজন। সঙ্গে সঙ্গে লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাঁকে উদ্ধারের কাজ শুরু করা হয়। এর জেরে আপ ও ডাউন লাইনে আংশিকভাবে ব্যাহত পরিষেবা। প্রবল ভোগান্তির শিকার যাত্রীরা।
২০২৪ শেষের পথে। সামনেই বড়দিন। স্বাভাবিকভাবেই শহরজুড়ে উৎসবের মরশুম। মেট্রো স্টেশনে ভিড় থিকথিক করছে দিনভর। এরইমাঝে অঘটন। মেট্রো সূত্রে খবর, রবিবার ঘড়ির কাঁটায় বিকেল ৪ টে বেজে ১০ মিনিটে কবি সুভাষগামী একটি মেট্রো ঢোকে শোভাবাজার স্টেশনে। আচমকা মেট্রোর লাইনে ঝাঁপ দেন একজন। কিছু বুঝে ওঠার আগেই চাকার তলায় চলে যান তিনি। এদিকে আপৎকালীন ব্রেক কষেন চালক। থার্ড লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে শুরু হয় উদ্ধারকাজ।
এই ঘটনার জেরে স্বাভাবিকভাবেই বেশ কিছুক্ষণ আপ ও ডাউনে মেট্রো চলাচলা পুরোপুরি বন্ধ হয়ে যায়। এরপর সেন্ট্রাল থেকে কবি সুভাষ ও দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত পরিষেবা শুরু হয়। ফলে এদিকে একাধিক স্টেশনে বাড়তে থাকে যাত্রীদের ভিড়। কেউ অন্য উপায়ে গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করছেন। কেউ আবার পরিষেবা স্বাভাবিক হওয়ার অপেক্ষায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.