Advertisement
Advertisement
মেট্রো

দরজায় আটকে হাত, পার্ক স্ট্রিটে চলন্ত মেট্রো থেকে পড়ে মৃত্যু যাত্রীর

ব্যস্ত সময়ে পরিষেবা ব্যাহত হওয়ায় যাত্রী বিক্ষোভ চরমে।

Kolkata: metro rake drags man from park street station
Published by: Sulaya Singha
  • Posted:July 13, 2019 7:43 pm
  • Updated:July 13, 2019 10:08 pm  

সুচেতা সেনগুপ্ত: সকালের পর ফের সন্ধেয় মেট্রো বিভ্রাট৷ শনিবার সন্ধে ৬টা ৪০ নাগাদ পার্ক স্ট্রিট স্টেশনে কবি সুভাষগামী মেট্রোয় ঘটে মর্মান্তিক দুর্ঘটনা৷ মেট্রোয় ওঠার সময় দরজায় হাত আটকে যায় এক যাত্রীর৷ সেই অবস্থাতেই ছোটে রেল৷ আর তাতেই ঘটে বিপত্তি৷ নিয়ন্ত্রণ হারিয়ে থার্ড লাইনে পড়ে যাওয়ায় গুরুতর আহত হন ওই ব্যক্তি৷ ঘটনায় আপাতত বন্ধ ডাউন লাইনের রেল পরিষেবা৷ আর এরপরই নজিরবিহীনদের বিক্ষোভের মুখে পড়ে মেট্রো কর্তৃপক্ষ৷

এদিন দমদম থেকে কবি সুভাষ যাওয়ার পথে পার্ক স্ট্রিট স্টেশনেই ঘটে দুর্ঘটনা৷ এই সময়ই অফিস থেকে ফেরেন নিত্যযাত্রীরা৷ ফলে মেট্রোয় ভিড়ও ছিল৷ এমন পরিস্থিতিতে পার্ক স্ট্রিট স্টেশন থেকে এক ব্যক্তি মেট্রোটিতে ওঠার চেষ্টা করেন৷ ঠিক সেই সময়ই দরজায় হাত আটকে যায় তাঁর৷ সাধারণত, মেট্রোর দরজায় কোনও বস্তু আটকে গেলে দরজা নিজে থেকেই খুলে যায়৷ এক্ষেত্রে তেমনটা হয়নি৷ নতুন রেকের মেট্রো যাত্রীর আটকে যাওয়া হাত নিয়েই এগিয়ে যায়৷ কিন্তু খানিকটা যেতেই বিষয়টি টের পান চালক৷ ততক্ষণে স্টেশনের গ্রিলে ধাক্কা খেয়ে পড়ে যান ওই ব্যক্তি৷ গুরুতর আহত হয়েছেন তিনি বলেই জানা গিয়েছে৷ থার্ড লাইনের ইলেকট্রিক সংযোগ বিচ্ছিন্ন করে বেশ কিছুক্ষণের চেষ্টায় ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়৷ পরে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করা হয়৷ 

Advertisement

[আরও পড়ুন: বেকবাগানে পুলিশ হেনস্তার কিনারা, ট্যাটুর সূত্র ধরে গ্রেপ্তার বাইক আরোহী]

এদিকে, ট্রেন ছাড়ার কয়েক সেকেন্ড পরই যাত্রীদের নিয়ে প্রায় কুড়ি মিনিট একই জায়গায় দাঁড়িয়ে ছিল মেট্রোটি৷ যাত্রীরা কিছু না বুঝে দিশেহারা হয়ে পড়েন৷ কামরার ভিতরের প্যানিক বোতাম থেকে টকব্যাক, সে সময় কোনও কিছুই কাজ করছিল না৷ নতুন রেকের এমন বেহাল অবস্থা ফের যাত্রী নিরাপত্তা নিয়ে নিঃসন্দেহে প্রশ্ন তুলে দিল৷ মিনিট কুড়ি পর যাত্রীদের পিছনের দরজা দিয়ে নামতে বলা হয়৷ স্টেশনে নেমে পুরো ঘটনা জানতে পারেন তাঁরা৷ অনেকেই জানতে চান, পরিষেবা কতক্ষণে স্বাভাবিক হবে৷ কিন্তু কর্তৃপক্ষের তরফে মেলেনি কোনও সদুত্তর৷ ফলে ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা৷ নজিরবিহীনভাবে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা৷ পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে আহত ব্যক্তির উদ্ধার কাজও ব্যাহত হয়৷ পরে পরিস্থিতি সামাল দিতে পৌঁছান মেয়র ফিরহাদ হাকিম৷ তিনি বলেন, “পরিষেবা দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চলছে৷ আপাতত মৃতদেহ মর্গে রাখা হবে৷ ব্যক্তির পরিচয় জানাটাই এখন সবচেয়ে বড় কাজ৷” এদিকে, মেট্রোয় যাত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের আশ্বাসও দেওয়া হয়েছে৷

এদিন সকালে টার্মিনাস স্টেশন কবি সুভাষে মেট্রো দাঁড়ালেও দরজা খোলেনি৷ ফলে স্টেশনে অপেক্ষারত যাত্রীরা কেউ উঠতেই পারেননি৷ অফিস টাইমে চূড়ান্ত দুর্ভোগের মুখে পড়তে হয় নিত্যযাত্রীদের৷ সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই সন্ধেয় উত্তাল হল পার্ক স্ট্রিট স্টেশন৷ ডাউন লাইনের ট্রেন চলাচল কতক্ষণে স্বাভাবিক হবে, এখনও কিছু জানা যায়নি৷

[আরও পড়ুন: টার্গেট কলকাতার নামী স্কুলের পড়ুয়ারা, গোয়েন্দাদের জালে দুই মাদক কারবারি]

ছবি ও ভিডিও: মণিশংকর চৌধুরি

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement