Advertisement
Advertisement

Breaking News

Kolkata Metro Railways

কাজের জন্য বন্ধ সুড়ঙ্গ, হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রোপথে বদল

সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য বদল হচ্ছে গ্রিন লাইন ২-র মেট্রো রুট, জানাল কর্তৃপক্ষ।

Kolkata Metro Railways announces to change route of Green Line 2 from November 11

ফাইল ছবি।

Published by: Sucheta Sengupta
  • Posted:November 10, 2024 6:12 pm
  • Updated:November 10, 2024 9:16 pm  

নব্যেন্দু হাজরা: ইস্ট ওয়েস্ট মেট্রোয় এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ সুড়ঙ্গে কাজ হবে। সেই কারণে সোমবার সকাল থেকে এসপ্ল্যানেড-হাওড়া ময়দান পথে মেট্রো পরিষেবায় কিছু বদল ঘটছে বলে জানিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। জানা গিয়েছে, পশ্চিমমুখী সুড়ঙ্গের একাংশে জরুরি নির্মাণ কাজের জন্য এসপ্ল্যানেড থেকে মহাকরণের মধ্যে পশ্চিমমুখী সুড়ঙ্গে ট্রেন চালানো সম্ভব হবে না। ওই পথে মেট্রো চলবে মহাকরণ থেকে হাওড়া ময়দানের মধ্যে। যদিও পূর্বমুখী সুড়ঙ্গ দিয়ে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত অংশে পুরো পথেই মেট্রো চলবে। যার জেরে সপ্তাহের কাজের দিনে এই পথে যাতায়াতে সমস্যায় পড়ার আশঙ্কা করছেন যাত্রীরা।

তবে যাত্রীদের অসুবিধা মেটাতে বিকল্প ব্যবস্থা নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। এই পরিস্থিতিতে ভিড় সামাল দিতে পশ্চিমমুখী সুড়ঙ্গে মহাকরণ থেকে হাওড়া ময়দানের মধ্যে ট্রেনের সংখ্যা বাড়ানো হয়েছে। দুটি সুড়ঙ্গ মিলে সারা দিনে ১১৮ টি ট্রেনের পরিবর্তে ১৫০ টি ট্রেন চলবে। পাশাপাশি, রবিবার পশ্চিমমুখী সুড়ঙ্গ পথে ট্রেন সম্পূর্ণ বন্ধ থাকবে। ওই দিন দুপুর ২ টো ১২ মিনিট থেকে রাত ৯ টা ৫০ মিনিট পর্যন্ত পূর্বমুখী সুড়ঙ্গ পথে ৪৬ টি ট্রেন চলবে।

Advertisement

মেট্রোর নয়া বিজ্ঞপ্তিতে চিন্তার ভাঁজ যাত্রীদের কপালে। হাওড়া ময়দান-এসপ্ল্যানেড রুটের মাধ্যমে প্রায় গোটা কলকাতার সঙ্গে যোগাযোগ করা যায়। এই রুটে জোড়া সুড়ঙ্গ দিয়ে মেট্রো যাতায়াত করে। তার মধ্যে একটি সুড়ঙ্গের কাজের জন্য রুট সংক্ষিপ্ত করা হচ্ছে। তবে অপর সুড়ঙ্গটি দিয়ে হাওড়া ময়দান-এসপ্ল্যানেড পর্যন্ত রুটে মেট্রো চলাচল করলেও তাতে যাত্রীদের চাপ বাড়বে বলে মনে করা হচ্ছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement