নব্যেন্দু হাজরা: আরও সম্প্রসারিত কলকাতা মেট্রোরেল (Kolkata Metro Railway)। শিগগিরই চালু হচ্ছে দক্ষিণেশ্বর থেকে রুবি পর্যন্ত পাতালপথে মেট্রো পরিষেবা। শনিবার মেট্রোরেল ভবনে সাংবাদিক বৈঠক করে নতুন রুটের ভাড়া ঘোষণা করলেন মেট্রোরেলের জেনারেল ম্যানেজার (GM) পি উদয় কুমার রেড্ডি। পাশাপাশি কলকাতা মেট্রোরেল থেকে আয়ের হিসেবও দিলেন তিনি। সাম্প্রতিককালে যা অনেকটা বেড়েছে বলেই দাবি জিএম-এর।
দক্ষিণেশ্বর (Dakshineswar) থেকে কবি সুভাষ (Kavi Subhas) হয়ে সোজা হেমন্ত মুখোপাধ্যায় বা রুবি মোড় পর্যন্ত মেট্রো চালু হয়ে গেলে যাত্রীসংখ্যা এবং আয় আরও বাড়বে বলে আশা করছেন তাঁরা। এবার থেকে নতুন স্টেশনগুলির সাজসজ্জায় আরও নজর দিতে চায় কর্তৃপক্ষ। এমনই জানালেন জিএম পি উদয় কুমার রেড্ডি। তবে এদিন সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা, এই পথে ভাড়ার তালিকা। দেখে নিন একঝলকে –
উল্লেখ্য, কবি সুভাষ বা নিউ গড়িয়াই সংযোগকারী স্টেশন (Connecting station)।
এদিন জিএম জানান, রুবি পর্যন্ত মেট্রো লাইনে চলবে মূলত চিনা ডালিয়ান রেক। যা একেবারে নতুন। এই মুহূর্তে অন্যান্য মেট্রো রুটে মোট ৭ টি ডালিয়ান রেক চলছে। আরও ১৪ টির যাত্রা শুরু হবে নতুন রুটে। ২০২২-২৩ অর্থবর্ষে কলকাতায় ১৪.২৩ কিলোমিটার মেট্রোপথ সম্প্রসারিত হয়েছে, যা ১৯৮৪ অর্থাৎ কলকাতায় মেট্রো যাত্রার সময় থেকে সবচেয়ে বেশি। আর ২০২১-২২ অর্থবর্ষের তুলনায় যাত্রী সংখ্যা বেড়েছে ১৩০.৫৮ শতাংশ। যা মেট্রোর ব্যবসার পক্ষে দারুণ সুখবর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.