ফাইল ছবি
নব্যেন্দু হাজরা: নিউ নর্মালে কলকাতা মেট্রোয় (Kolkata Metro Rail) যাতায়াত করার ক্ষেত্রে বিধি পালটেছে অনেক। টোকেন বা স্মার্ট কার্ড নয়। আগে থেকে অ্যাপের মাধ্যমে ই-পাস বুক করে তবেই সহজে মেট্রোয় ওঠা যাচ্ছে। ছ’মাস পর সোমবার থেকে ফের চালু হওয়া মেট্রোয় দিনভর এভাবেই সকলে যাতায়াত করেছেন। তবে এই পদ্ধতিতে বেশ অসুবিধার সম্মুখীন শহরের প্রবীণ নাগরিকরা (Senior Citizens)। তা জানতে পেরেই তাঁদের জন্য নিয়ম শিথিল করল কলকাতা মেট্রো কর্তপক্ষ। মঙ্গলবার নতুন বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, কীভাবে সহজেই বয়স্করা এবার থেকে মেট্রো সফর করতে পারবেন।
কী সেই নিয়ম? ‘পথদিশা’ অ্যাপের মাধ্যমে মেট্রোর ই-পাস আর আগে থেকে বুক করতে হবে না বয়স্ক যাত্রীদের। কলকাতা মেট্রো (Kolkata Metro Rail) কর্তৃপক্ষের নয়া নিয়ম অনুযায়ী –
এদিকে, সোমবার দিনভর যাত্রী সংখ্যার হিসেব করে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ‘পথদিশা’ কিংবা ‘কলকাতা মেট্রো’ অ্যাপের মাধ্যমে ই-পাস বুক করেও অন্তত ৬০ শতাংশ যাত্রী মেট্রোয় চড়েননি। সোমবার সন্ধে ৭টা পর্যন্ত বুকিংয়ের সংখ্যা ছিল ৫০ হাজার আর যাত্রী সংখ্যা ছিল ২০হাজারের আশেপাশে। তবে ৩০ হাজার যাত্রী অনুপস্থিত থাকলেও তাঁদের জন্য আগে থেকে বুক করা সিটে অন্য কেউ আর বসতে পারেননি। ফলে এই ৩০ হাজার যাত্রীর জন্য অনেকেই ই-পাস না পেয়ে প্রথমদিন মেট্রো সফর থেকে বঞ্চিত হলেন। যা দেখে কিছুটা চমকে গিয়েছে স্বয়ং মেট্রো কর্তারাই।
এদিকে, প্রায় ছ’মাস পর একইদিনে ইস্ট-ওয়েস্ট মেট্রোর দরজা খুললেও, তা খুব একটা আশা জোগাতে পারল না। সোমবার সারাদিন এই রুটে যাত্রী সংখ্যা ছিল একশোরও কম। এখানে যদিও ই-পাস সংগ্রহের ঝক্কি ছিল না। সাধারণ স্মার্ট কার্ডেই যাতায়াত করেছেন যাত্রীরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.