Advertisement
Advertisement

Breaking News

Kolkata Metro

Kolkata Metro: চন্দ্রযানের সাফল্য উদযাপন, নয়া টোকেন উদ্বোধন কলকাতা মেট্রোর

মেট্রোর তিনটি করিডোরের যেকোনও টিকিট কাউন্টার থেকে নয়া টোকেন সংগ্রহ করা যাবে।

Kolkata Metro introduced a new token to celebrating the success of lunar voyage of Chandrayaan-3 । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:October 10, 2023 6:42 pm
  • Updated:October 10, 2023 7:48 pm

নব্যেন্দু হাজরা: আকাশে বাতাসে পুজো পুজো গন্ধ। তার আগে নয়া উদ্যোগ কলকাতা মেট্রোর (Kolkata Metro)। নতুন টোকেন চালু করল মেট্রো কর্তৃপক্ষ। মঙ্গলবার নতুন টোকেনের উদ্বোধন করেন চিফ অপারেশন ম্যানেজার সৌমিত্র বিশ্বাস। ইসরোর চন্দ্রযান ৩-এর সাফল্যকে উদযাপন করতেই নয়া উদ্যোগ কর্তৃপক্ষের। মেট্রোর তিনটি করিডোরের যেকোনও টিকিট কাউন্টার থেকে যাত্রীরা নয়া টোকেন সংগ্রহ করতে পারবেন। এদিকে, আবার বুধবার ইস্ট-ওয়েস্ট করিডোরে পরীক্ষামূলকভাবে কিউআর কোডযুক্ত কাগজের টিকিট চালু হওয়ার কথা।

Chandrayaan Metro

Advertisement

এদিকে, আবার বুধবার ইস্ট-ওয়েস্ট করিডোরে পরীক্ষামূলকভাবে কিউআর কোডযুক্ত কাগজের টিকিট চালু হওয়ার কথা। তবে কি ইস্ট-ওয়েস্ট মেট্রোয় (East West Metro) টোকেন জমানা শেষ? মেট্রো রেল সূত্রে খবর, যদি পরীক্ষা-নিরীক্ষা সফল হয়, তবে শিয়ালদহ-সেক্টর ফাইভ রুটে দ্রুতই এই ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে চালু হয়ে যাবে। আপাতত পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা চলবে। তবে আপাতত কাউন্টার থেকে টোকেনও ইস্যু করা হবে।

[আরও পড়ুন: ককপিটে বসে রশ্মিকার ঠোঁটে ঠোঁট রাখলেন রণবীর! ছবি ভাইরাল হতেই হইচই]

কাজেই বলা যেতেই পারে পুজোর আগে নানা নয়া ব্যবস্থা নিয়ে ঢেলে সাজছে কলকাতা মেট্রো। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত পঞ্চমী এবং ষষ্ঠীতে ২৮৮টি মেট্রো(Special Metro For Durga Puja) চলবে। সপ্তমী, অষ্টমী এবং নবমীতে চলবে ২৪৮টি মেট্রো। দশমীতে ১৩২টি মেট্রো চলবে। একাদশী থেকে ত্রয়োদশী পর্যন্ত ২৩৪টি মেট্রো চলাচল করবে। তবে প্রতিবারের মতো এবারও রাতভর ৫-৬ মিনিট অন্তর পাওয়া যাবে মেট্রো পরিষেবা।

[আরও পড়ুন: বাড়ির উঠোনে ঘুরে বেড়াচ্ছে বিশাল কুমির! সাতসকালে মূর্তিমান আতঙ্ক কালনায়]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement