ফাইল ছবি
নব্যেন্দু হাজরা: পুরোদমে উৎসব শুরু হতে আর বেশি সময় বাকি নেই। তার আগে দুর্গাপুজোর দিনগুলোয় শহরের লাইফলাইন মেট্রো পরিষেবার নতুন সময়সূচি প্রকাশ করল মেট্রো কর্তৃপক্ষ। কোভিড পরিস্থিতিতে এবছর পুজোর দিনগুলোয় রাতভর মেট্রো চলবে না, তা আগেই জানানো হয়েছিল। কবে, কতক্ষণ মিলবে মেট্রো পরিষেবা, জেনে নিন –
কোভিড পরিস্থিতিতে যাত্রী সুরক্ষার পাশাপাশি স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে বেশ কয়েকবার নিয়মকানুনও বদলেছে। উৎসবের মরশুমে মেট্রো যাত্রীদের জন্য আরেকদফা নতুন নির্দেশিকা দিল মেট্রো কর্তৃপক্ষ। আজই নয়া নির্দেশিকা জারি করে পুজোর (Durga Puja) দিনগুলোয় কীভাবে মেট্রোয় যাতায়াত করবেন যাত্রীরা, তা বিস্তারিত জানানো হয়েছে। এগুলো লঙ্ঘন করলে আইন অনুযায়ী কড়া শাস্তির মুখে পড়তে হবে বলেও সতর্ক করেছে মেট্রো কর্তৃপক্ষ।
শুধু মেট্রোয় চড়ার সময় না, মেট্রো স্টেশনে প্রবেশ থেকে প্ল্যাটফর্মে অপেক্ষা করা, নির্দিষ্ট স্টেশনে নেমে বেরিয়ে যাওয়া পর্যন্ত প্রতিটি ধাপে মেনে চলতে হবে নতুন নিয়মগুলি। কী সেসব নিয়ম?
মেট্রোর তরফে আরও বলা হয়েছে, উৎসবের দিনগুলোয় যাত্রীদের সুরক্ষার স্বার্থেই নতুন কয়েকটি নিয়ম যুক্ত করা হয়েছে এবং তা কঠোরভাবেই পালন করতে হবে। অন্যথায় অমান্যকারী যাত্রীকে রেলওয়ে আইনের ১৪৫, ১৫৩, ১৫৪ ধারায় দোষী সাব্যস্ত করে শাস্তি দেওয়া হবে। মোটা অঙ্কের জরিমানা বা জেল হতে পারে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.