Advertisement
Advertisement

Breaking News

Kolkata Metro

দোল ও হোলির দিন কম সংখ্যক মেট্রো চলবে শহরে, নয়া সময়সূচি জানাল কর্তৃপক্ষ

দেখে নিন বিশেষ দিনে মেট্রোর সময়সূচি।

Kolkata Metro authority issues new time table of service for Dol and Holi this year
Published by: Sucheta Sengupta
  • Posted:March 3, 2023 9:07 pm
  • Updated:March 3, 2023 9:09 pm  

নব্যেন্দু হাজরা: উৎসব উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে অনেক সময়ই বাড়তি মেট্রো (Metro) পরিষেবা দিয়ে থাকে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। তবে কোনও কোনও উৎসবে মেট্রোর সংখ্যা কমেও যায়। বিশেষত যেসব ছুটিতে আমজনতার রাস্তায় বেরনোর প্রবণতা কম। দোল (Dol)কিংবা হোলিতে বেশিরভাগ মানুষই বাড়ির বাইরে বেরতে চান না। আর সেকথা মাথায় রেখে প্রতি বছরের মতো এবছরও ওই দু’দিনে পরিষেবা খানিকটা কম মিলবে মেট্রোর তরফে। শুক্রবার সেই সময়সূচি প্রকাশ করল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ (Kolkata Metro Railway)।

[আরও পড়ুন: মনীষীদের মূর্তি গড়ে বাড়িতেই তৈরি আস্ত মিউজিয়াম, তবুও খ্যাতির আড়ালে হাওড়ার শিল্পী]

আগামী সপ্তাহে দোল এবং হোলি। মঙ্গলবার দোলযাত্রা, বুধবার হোলি। এই দু’দিন বছরের অন্যান্য দিনের তুলনায় খানিকটা কম চলবে মেট্রো। নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী –

Advertisement
  • ৭ মার্চ অর্থাৎ দোলের দিন সকাল ৬.৫০এর বদলে দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটে মেট্রো চালু হবে দুপুর ২.৩০এ।
  • দক্ষিণেশ্বর (Dakhineswar), দমদম (DumDum) ও কবি সুভাষ (Kavi Subhash)থেকে ২.৩০মিনিটে ছাড়বে প্রথম মেট্রোটি। প্রতিদিন ২৪৪টি মেট্রো চলে এই রুটে। এই দু’দিন আপ (Up) ও ডাউন (Down) লাইনে চলবে মাত্র ৫৮ টি মেট্রো।
  • শেষ মেট্রোর সময় অবশ্য অপরিবর্তিত। অর্থাৎ রাত ৯টা ৪০এ দুই প্রান্তিক স্টেশন থেকে মেট্রো ছাড়বে।

৮ মার্চ অর্থাৎ হোলিতে (Holi) তুলনামূলক বেশি মেট্রো পাওয়া যাবে। ওইদিন সকাল ৬.৫০ থেকেই চলবে মেট্রো। তবে ২৪৪ টি-র বদলে ৮২ টি আপ ও ৮২ টি ডাউন অর্থাৎ মোট ১৬৪ টি মেট্রো চলবে। শেষ মেট্রোর সময় অপরিবর্তিত।

[আরও পড়ুন: স্ত্রীর ডেথ সার্টিফিকেট তুলতে গিয়ে ‘মৃত’ স্বামী! কাঠগড়ায় রাজ্যের সরকারি হাসপাতাল]

এদিকে, শিয়ালদহ (Sealdah) থেকে সেক্টর ফাইভ (Sector V) পর্যন্ত রুটে দোলের দিন মেট্রো চলবে দুপুরে ৩টে থেকে রাত ৮.২০ পর্যন্ত। ওই দিন আধঘণ্টা পরপর এই রুটে মেট্রো পাওয়া যাবে। চলবে মোট ২২টি মেট্রো। আর ৮ মার্চ, হোলিতে তুলনামূলক বেশি মেট্রো পাওয়া যাবে। ১০৬টির বদলে ৯০ টি মেট্রো চলবে। সময় অপরিবর্তিত। আর ৭ তারিখ জোকা-তারতলা রুটে কোনও মেট্রো চলবে না। ৮ তারিখ স্বাভাবিক থাকবে পরিষেবা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement