Advertisement
Advertisement

Breaking News

রোগী পরিবহণে টোটো কিনছে মেডিক্যাল কলেজ

জানা গিয়েছে, চালক-সহ সাতজনকে বহন করতে পারবে একটি ‘টোটো’ গাড়ি৷

Kolkata Medical College Hospital To Buy Toto Car For Transfering Patients
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 13, 2016 9:24 am
  • Updated:September 13, 2016 9:24 am  

গৌতম ব্রহ্ম: রোগী-পরিবহণে এবার ব্যাটারিচালিত গাড়ি চলবে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্যাম্পাসে৷ অপেক্ষাকৃত কম অসুস্থ রোগীদের এক ওয়ার্ড থেকে আর-এক ওয়ার্ডে নিয়ে যাওয়ার সময় এই পরিবেশবান্ধব গাড়ি ব্যবহার করা হবে৷ পুজোর পর থেকেই চালু হচ্ছে এই পরিষেবা৷ সোমবার রোগী কল্যাণ সমিতির বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হল৷ রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান বিধায়ক ডা. নির্মল মাজি জানালেন, এক্স-রে, এমআরআই, সিটি স্ক্যানের জন্য রোগীকে প্রায়শই অন্য ওয়ার্ডে নিয়ে যেতে হয়৷ ওই সময় এই গাড়িগুলি ব্যবহার করা হবে৷
পরীক্ষামূলকভাবে দু’টি গাড়ি কেনা হচ্ছে৷ ৩ লক্ষ টাকা করে মোট ৬ লক্ষ টাকা পড়বে৷ পরে গাড়ির সংখ্যা বাড়ানো হবে৷ জানা গিয়েছে, চালক-সহ সাতজনকে বহন করতে পারবে একটি ‘টোটো’ গাড়ি৷ এখন হুইল চেয়ার বা ট্রলিতে চাপিয়ে নিয়ে যাওয়া হয় রোগীকে৷ কিন্তু অপেক্ষাকৃত কম ‘অসুস্থ’ বা চলাফেরা করতে পারেন এমন রোগীকে হুইল চেয়ারের অভাবে হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়৷ গাড়ি হলে এই সমস্যা মিটবে৷ রোগীদের আর হাঁটতে হবে না৷ চেন্নাই বা ভেলোরের হাসপাতালে রোগী ও তাঁদের আত্মীয়দের জন্য ব্যাটারিচালিত গাড়ি ব্যবহার করা হয়৷ কিন্তু এ রাজ্যে কোনও সরকারি হাসপাতালে এমন উদ্যোগ এই প্রথম৷ এমনটাই জানালেন হাসপাতালের অধ্যক্ষ ডা. তপনকুমার লাহিড়ী৷
আরও একটি পরিবেশবান্ধব পদক্ষেপ নিচ্ছে মেডিক্যাল কলেজ৷ মাদার অ্যান্ড চাইল্ড হাব-সহ নতুন তৈরি হওয়া সমস্ত বিল্ডিংয়ের উপর ‘সোলার প্যানেল’ বসানো হচ্ছে৷ ওই সৌর বিদ্যুৎ থেকে আলো জ্বলবে৷ সাশ্রয় হবে বিদ্যুতের৷ এমনটাই জানালেন নির্মলবাবু৷ জানা গিয়েছে, মেডিক্যালে সফল হলে অন্য সরকারি হাসপাতালও এই প্রকল্প চালু করবে৷ নির্মলবাবুর বক্তব্য, হাসপাতালের ভিতরে দূষণের মাত্রা আর বাড়ানো যাবে না৷ বরং অচিরাচরিত শক্তি ব্যবহার করে বিদ্যুৎ সাশ্রয় করতে হবে৷ তাই এই ব্যাটারিচালিত গাড়ি ও সৌরবিদ্যুতের সিদ্ধান্ত৷ রোগী কল্যাণ সমিতির সিদ্ধান্তে খুশি হাসপাতালের এমএসভিপি ডা. শিখা বন্দ্যোপাধ্যায়৷ জানালেন, আরও অনেক উদ্যোগ নিচ্ছে ‘আরকেএস’৷ সৌন্দর্যায়িত হচ্ছে মেডিক্যাল৷ গেট তৈরি হচ্ছে৷ বাগান হচ্ছে৷ পানীয় জলের ‘এটিএম’ চালু হচ্ছে৷ এখানে দু’টাকায় ২ লিটার জল মিলবে! রোগীদের বসার ও থাকার জায়গাও সম্প্রসারিত হচ্ছে৷ চিকিৎস-নার্সদের নেমপ্লেট লাগানো অ্যাপ্রন পড়তে হবে৷ ন’টা থেকে পাঁচটা ডিউটি করতে হবে ডাক্তারদের৷ আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে৷ পিজি হাসপাতালের ধাঁচে রোগী সেজে এবার মেডিক্যালেও দালালও ধরবে পুলিশ৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement