Advertisement
Advertisement

আদালতে ফের ধাক্কা মেয়রের, স্ত্রী-মেয়েকে খোরপোশ দেওয়ার নির্দেশ

খোরপোশ বাবদ এককালীন ৭০ হাজার টাকা দিতে হবে।

Kolkata Mayor Sovan Chatterjee to give alimony to wife, directs Alipore Judges court
Published by: Subhamay Mandal
  • Posted:September 11, 2018 1:41 pm
  • Updated:September 11, 2018 1:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খোরপোশ মামলায় আদালতে ধাক্কা খেলেন কলকাতা পুরসভার মেয়র তথা রাজ্যের মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। মঙ্গলবার আলিপুর জজ কোর্টে শুনানির রায় গেল স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের পক্ষে। বিচারক শান্তনু মিশ্র শুনানিতে বলেন, খোরপোশ বাবদ এককালীন ৭০ হাজার টাকা দিতে রত্নাকে দিতে হবে মেয়রের। একইসঙ্গে মেয়ের পড়াশোনার খরচ হিসাবে প্রতি মাসে ৪০ হাজার টাকা করে দিতে হবে শোভন চট্টোপাধ্যায়কে। বিচারক এও বলেন, মামলার চালাতে গিয়ে রত্নাদেবীর ১৫ লক্ষ টাকা খরচ হওয়ার দাবি যুক্তিযুক্ত। যদিও মেয়রের আইনজীবীদের দাবি, এই রায় পক্ষপাতদুষ্ট। এই রায়ের বিরুদ্ধে হাই কোর্টে আপিল করবেন তাঁরা।

[মাঝেরহাটে নয়া লেভেল ক্রসিংয়ে বিস্তর হ্যাপা, সন্দেহ কর্তাদের মধ্যেই]

প্রসঙ্গত, ২২ বছরের দাম্পত্য জীবনে ইতি টানতে স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বিচ্ছেদের মামলা করেন শোভন চট্টোপাধ্যায়। তিন মাস আগে রত্নাদেবী পালটা মামলা করেন শোভনবাবুর বিরুদ্ধে। মেয়ের পড়াশোনার খরচ, খোরপোশের টাকা দাবি করেন মেয়রের কাছে। একইসঙ্গে মামলা লড়তে গিয়ে তাঁর ১৫ লক্ষ টাকা খরচ হয়েছে সেই দাবিও করেন রত্নাদেবী। খোরপোশের মামলার আগে নিষ্পত্তি চেয়ে বিচারক শান্তনু মিশ্রর এজলাসে আবেদন জানান রত্নাদেবী। কিন্তু আলিপুর জজ কোর্ট মেয়রপত্নীর আবেদন খারিজ করে জানিয়ে দেয়, দুটি মামলা একসঙ্গে চলতে পারে। একে চ্যালেঞ্জ করে হাই কোর্টে যান রত্নাদেবী। সেখানে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যর এজলাসে ওঠে মামলা। কিন্তু বিচারপতি জানান, আগে খোরপোশের মামলার নিষ্পত্তি হবে তারপর বিচ্ছেদের মামলার শুনানি। সেই মামলারই শুনানি হল মঙ্গলবার আলিপুর জজ কোর্টে।

Advertisement

[সমাবর্তন বিতর্কের মধ্যেই নন্দনে সৌমিত্রকে ডি-লিট সম্মান প্রেসিডেন্সির]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement