Advertisement
Advertisement

Breaking News

স্ত্রী মানসিক অত্যাচার করছেন, আদালতে অভিযোগ মেয়রের

আদালত কক্ষের বাইরে মেয়র ও মেয়র পত্নীর সঙ্গে কথা বললেন বিচারক।

Kolkata Mayor Sovan Chatterjee plays victim against wife in HC
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 11, 2018 1:46 pm
  • Updated:May 11, 2018 1:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  বিবাহবিচ্ছেদ মামলায় শেষপর্যন্ত আদালতে হাজিরা দিলেন বটে। কিন্তু, দাম্পত্যের তিক্ততা মিটল না। আলিপুর আদালতের বিচারককে মেয়র শোভন চট্টোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন, তাঁর উপর মানসিক অত্যাচার করছেন স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। রত্নাদেবীর সঙ্গে আর কোনও সম্পর্ক রাখতে চান না তিনি।

[ডিভোর্স মামলায় গরহাজির শোভন, ফের দম্পতিকে তলব আদালতের]

Advertisement

রাজনীতির সূত্রেই আলাপ। সেই আলাপই বদলে গিয়েছিল ভালবাসায়। ২২ বছর দাম্পত্য জীবন কাটিয়ে স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের মামলা করেছেন মেয়র। মামলাটির শুনানি চলছে আলিপুর আদালত। কিন্তু, প্রথম থেকে শোভন চট্টোপাধ্যায় ও তাঁর স্ত্রীর ব্যক্তিগত সম্পর্কে তিক্ততা মিটিয়ে ফেলতে চাইছে আদালত। স্বামীর সঙ্গে সমস্যা মিটিয়ে ফেলতে আগ্রহী রত্নাদেবীও। আদালতে চাইলে স্বামীকে নিয়ে কাশ্মীর ঘুরতে যাওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি। কিন্তু, ডির্ভোসেই অনড় মেয়র শোভন চট্টোপাধ্যায়। তিক্ততা এমন পর্যায়ে পৌঁছেছে, যে মৃত্যুর পরও স্ত্রী ও বেহালার বাড়িতে ফিরতে নারাজ মেয়র। বস্তুত, প্রায় এক বছর ধরে গোলপার্কের ফ্ল্যাটে একাই থাকছেন শোভন চট্টোপাধ্যায়। দুই সন্তানকে বেহালার পৈতৃক বাড়িতে থাকেন স্ত্রী রত্না চট্টোপাধ্যায়।

[ছাত্রীর মৃত্যুতে ধুন্ধুমার পিয়ারলেস হাসপাতালে, তদন্তের দাবিতে বিক্ষোভ নার্সিং পড়ুয়াদের]

আলিপুর আদালতে প্রতিটি শুনানিতেই হাজির থাকেন মেয়রের স্ত্রী। ১৯ মার্চ বিষয়টি মিটমাট করার নির্দেশ দিয়েছিল বিচারক। সেদিন মেয়র গরহাজির থাকলেও, আদালতে ছিলেন তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। আদালত তলব করা সত্ত্বেও ২৬ এপ্রিল শুনানিতেও হাজিরা এড়িয়েছিলেন মেয়র।  শেষপর্যন্ত, শুক্রবার বিবাহবিচ্ছেদের মামলার শুনানিতে আলিপুর আদালতে হাজির হলেন মেয়র শোভন চট্টোপাধ্যায়। এদিন আদালত কক্ষের বাইরে মেয়র ও মেয়রের স্ত্রীর সঙ্গে আধঘন্টা কথা বলেন বিচারক। জানা গিয়েছে, বৈঠকে বিচারক শোভন চট্টোপাধ্যায় জানান, তাঁর উপর মানসিক অত্যাচার চালাচ্ছেন স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। স্ত্রীর সঙ্গে আর কোনও সম্পর্ক রাখতে চান না তিনি। ডিভোর্স চান।

[দুধেও মিশছে বিষাক্ত রাসায়নিক! চিকিৎসার পরও ফের অসুস্থ হয়ে পড়ছেন রোগীরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement