স্টাফ রিপোর্টার: পাকাপাকিভাবে বর্ষা ঢুকতে এখনও দেরি থাকলেও রবিবারই বৃষ্টির স্বাদ পেতে পারে দক্ষিণবঙ্গ। সঙ্গে ঝোড়ো হাওয়া। তবে এটা বর্ষার বৃষ্টি নয়। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী ২ জুন থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শুরু হতে পারে প্রাক বর্ষার বৃষ্টি। পাকাপাকি বর্ষা আসতে আরও দিন পনেরো লাগতে পারে। সে যাই হোক. তীব্র দাবদাহের ছোবল থেকে বাঁচতে এখন সামান্য বৃষ্টিই মরুভূমিতে মরূদ্যানের মতো।
উত্তরবঙ্গে যখন টানা ১০দিন ধরে বৃষ্টি চলছে, তখনই ভ্যাপসা গরমে পুড়ছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। সকাল থেকেই সূর্যের তেজ এতটাই বাড়ছে যে, বাইরে বেরনোই দায় হয়ে দাঁড়াচ্ছে। শুক্রবার এবং শনিবারও পরিস্থিতি একইরকম থাকবে। তবে রবিবার থেকে তাপমাত্রা কমতে পারে। ঝড়-বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। তবে হবেই এমনটা দাবি করছেন না আবহাওয়াবিদরা। তাঁদের বক্তব্য, আগামী ২ তারিখ থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। শুধু দক্ষিণবঙ্গই নয়, কলকাতা ও শহরতলিতেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার থেকে। এটাকে প্রাক বর্ষার বৃষ্টি বলা হচ্ছে। দক্ষিণবঙ্গ দাবদাহে পুড়লেও উত্তরবঙ্গে টানা ১০দিন ধরে বৃষ্টি চলছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর দ্বিতীয় শাখাটি আন্দামান ঢেকে ফেলার ফলে উত্তরবঙ্গের দরজায় কড়া নাড়ছে বর্ষা। যদিও এখনই পাকাপাকিভাবে দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার সম্ভাবনা কম। কারণ আগামী ৬ তারিখ দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর মূল শাখাটি কেরলে ঢোকার কথা। সাত থেকে ১০ দিনের মাথায় তা ঢুকবে দক্ষিণবঙ্গে। মাঝে দেরিও হতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন, “কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ২ তারিখ থেকে বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। এটা প্রাক বর্ষার বৃষ্টি। পাকাপাকি বর্ষা আসতে দেরি আছে।” গরম থেকে রেহাই পেতে আপাতত প্রাক-বর্ষার বৃষ্টির দিকেই তাকিয়ে শহরবাসী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.