Advertisement
Advertisement

ভরসা দিচ্ছে ঘূর্ণাবর্ত, আজ শহরে বৃষ্টির সম্ভাবনা

বরাত ভাল থাকলে কালবৈশাখীরও দেখা মিলতে পারে৷

Kolkata may experience rainfall today, predicts Met department
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 19, 2017 3:26 am
  • Updated:April 19, 2017 3:36 am  

স্টাফ রিপোর্টার: ঘূর্ণিঝড় ‘মারুথা’ ঝড়-জল দিতে না পারলেও ভরসা দিচ্ছে ঘূর্ণাবর্ত৷ আর তার সৌজন্যেই আজ শহরে বৃষ্টির দেখা মিলতে পারে৷ এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দপ্তর৷ ঘূর্ণাবর্তের দৌলতে কিছুটা হলেও বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে কলকাতা-সহ আশপাশের জেলাগুলিতে৷ বরাত ভাল থাকলে হারিয়ে যাওয়া কালবৈশাখীরও দেখা মিলতে পারে৷

অবশ্য বৃষ্টির পূর্বাভাস দিয়ে রাখলেও খামখেয়ালি প্রকৃতির মর্জির উপর ভরসা রাখতে পারছেন না আলিপুর আবহাওয়া দপ্তরের কর্তারা৷ তাঁরা জানাচ্ছেন, মেঘ উঠছে ঠিকই কিন্তু মেঘের ঘনত্ব কম থাকায় তা দানা বাঁধতে পারছে না৷ ফলে জেলাগুলি বৃষ্টির মুখ দেখলেও মেঘের জোট মজবুত না থাকায় কলকাতা পর্যন্ত তা এসে পৌঁছতে পারছে না৷ মার্চ মাসকে বাদ দিলে চলতি মরশুমের বেশিরভাগ সময়ই মহানগরের বৃষ্টি-ভাগ্য মন্দা থেকে গিয়েছে৷

Advertisement

[ফের ধামাকা, ১৬৮ জিবি পর্যন্ত ফ্রি 4G ডেটা দিচ্ছে Jio]

মঙ্গলবার কেন্দ্রীয় আবহাওয়া মন্ত্রকের উপমহানির্দেশক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, উত্তর-পূর্ব উত্তরপ্রদেশে একটি ঘূর্ণাবর্ত রয়েছে৷ আজ বুধবার সেটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর সরে আসার সম্ভাবনা রয়েছে৷ পাশাপাশি ওড়িশার উপরেও আছে একটি ঘূর্ণাবর্ত৷ এই জোড়া ফলার সৌজন্যে আগামী ২৪ ঘণ্টায় বীরভূম, বাঁকুড়া, নদিয়া, মুর্শিদাবাদে বৃষ্টি নামাতে পারে৷ বৃষ্টির প্রবল সম্ভাবনা উত্তরবঙ্গেও৷ বস্তুত, মার্চের প্রথম তিন সপ্তাহে ঝড়-বৃষ্টির হিড়িক চললেও তার পর থেকে কালবৈশাখী দূরের কথা, বৃষ্টির মুখ দেখেনি মহানগর৷ এপ্রিল মাসের প্রথম দিকে দুই একদিন আকাশ একটু কালো হলেও সেভাবে কলকাতাবাসী বৃষ্টি কিংবা বৈশাখী ঝড়ের দেখা পায়নি৷ বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমানে অবশ্য দু’একদিন কালবৈশাখী হয়েছে৷ তবে শহরবাসী তার আঁচ পায়নি৷ বৈশাখের ভ্যাপসা গরমে সেই আশা যদি একটু পূরণ হয়, সেই প্রত্যাশাই করছেন কলকাতার বাসিন্দারা৷

[চণ্ডীগড়ে চালু হল বাবা রামদেবের প্রথম ‘পৌষ্টিক’ রেস্তরাঁ]

তবে এখনও বৃষ্টির দেখা না মিললেও চলতি বছরে পর্যাপ্ত বৃষ্টিরই ভবিষ্যতবাণী করেছে দিল্লির মৌসম ভবন৷ আইএমডি চিফ কে জে রমেশ জানিয়েছেন, প্রায় ৯৬ শতাংশ বৃষ্টি এবার পাবে ভারত৷ গত বছর তামিলনাড়ু, কর্ণাটক, কেরলে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কম ছিল৷ প্রায় খরা পরিস্থিতি তৈরি হয়েছিল৷ তবে এবারে দেশের সব প্রান্তেই সমান হারে বৃষ্টি হবে বলে জানিয়েছে মৌসম ভবন৷

[পুত্র সন্তান বাঁচাও! কেন বলছে এই ভাইরাল ভিডিও?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement