ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: CAA আতঙ্কে আত্মহত্যা? নেতাজিনগরের যুবকের মৃত্যু নিয়ে তৃণমূলের দাবি ঘিরে ধোঁয়াশা। মামার বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। X হ্যান্ডেলে তৃণমূলের দাবি, CAA, NRC আতঙ্কে আত্মঘাতী হয়েছেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় নিহতের পরিবারের সঙ্গে দেখা করতে যাবে তৃণমূল প্রতিনিধি দল।
X হ্যান্ডেলে (পূর্বতন টুইটার) তৃণমূলের তরফে দাবি করা হয়, নেতাজিনগরের বাসিন্দা বছর একত্রিশের দেবাশিস সেনগুপ্ত আত্মঘাতী হন। সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান। পরিবারের লোকজনের দাবি, সিএএ, এনআরসি নিয়ে দিনকয়েক আতঙ্কে ছিলেন দেবাশিস। তার জেরে চরম সিদ্ধান্ত। তৃণমূলের তরফে X হ্যান্ডেলে আরও দাবি করা হয়, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রক্তের জন্য বেরিয়ে পড়েছেন। কিছুতেই ওঁকে থামানো যাবে না।’’
The disastrous impacts of the Modi Government’s catastrophic decision!
Debasis Sengupta, a 31-year-old resident of Netajinagar committed suicide and was brought dead at the Sonarpur Rural Hospital. His family members clarified that Debasis had been having frequent panic attacks… pic.twitter.com/WfENp6c7gD
— All India Trinamool Congress (@AITCofficial) March 21, 2024
এই ঘটনার তীব্র বিরোধিতায় সরব তৃণমূল। নিহতের পরিবারের সঙ্গে দেখা করতে নেতাজিনগরে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল। উল্লেখ্য, দিল্লিতে দ্বিতীয় মোদি সরকার গঠনের পরই ২০১৯ সালে এই সংশোধিত নাগরকিত্ব আইন পাশ করানো হয়েছিল। কিন্তু মাঝে বেশ কয়েকটি বছর কাটার পর চব্বিশের লোকসভা নির্বাচনের মুখে সিএএ লাগুর কথা ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। তা নিয়ে চলছে তীব্র রাজনৈতিক চাপানউতোর। নাগরিকত্ব কেড়ে নেওয়ার ছক কষেছে বিজেপি, দাবি তৃণমূলের। পালটা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন, “এটা তৃণমূলের রাজনীতি ছাড়া কিছু নয়। যেকোনও মৃত্যুই বেদনাদায়ক। এর সঙ্গে যেটা বলছে তার কোনও সম্পর্ক আছে বলে মনে করি না। তৃণমূল লোকসভা ভোটে ব্যাপকভাবে হারবে। তাই যেকোনও খড়কুটো ধরে বাঁচতে চাইছে। এর সঙ্গে CAA-র সম্পর্ক নেই আগাম বলে দিলাম। “
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.