Advertisement
Advertisement

Breaking News

Kolkata

সোশাল মিডিয়ায় বিজ্ঞাপনে বিদেশে চাকরির টোপ! টাকা হাতিয়ে শ্রীঘরে প্রতারক

সোশাল মিডিয়ায় বিজ্ঞাপন দিয়ে বিদেশে চাকরির টোপ দেয় ধৃত।

Kolkata Man allegedly arrests for job scam

ছবি: প্রতীকী

Published by: Sayani Sen
  • Posted:May 16, 2024 11:51 pm
  • Updated:May 16, 2024 11:51 pm  

অর্ণব আইচ: বিদেশে চাকরির টোপ কলকাতার একটি চক্রের। চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হল এক ব‌্যক্তি। পুলিশ জানিয়েছে, ধৃত ব‌্যক্তির নাম ফরিদ আহমেদ। সে পার্ক স্ট্রিট এলাকায় একটি সংস্থা খোলে। এর পর সোশাল মিডিয়ায় বিজ্ঞাপন দিয়ে বিদেশে চাকরির টোপ দেয়।

মালদ্বীপে মোটা টাকার চাকরি রয়েছে বলে চাকরিপ্রার্থীদের তার সঙ্গে যোগাযোগ করতে বলে। পর পর চাকরিপ্রার্থীরা তার সঙ্গে যোগাযোগ করলে সে তাঁদের পাসপোর্ট, ভিসা, বিমানের টিকিট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। তার প্রস্তুতির জন‌্য কুড়ি হাজার টাকা করে দিতে হবে বলে জানায়। চারজন চাকরিপ্রার্থী তাকে কুড়ি হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা দেয়।

Advertisement

[আরও পড়ুন: যৌনকেশ কি সঙ্গমের মাত্রা বাড়ায়? জেনে নিন বিশেষজ্ঞদের মত]

এর পর থেকে সে তাঁদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। ক্রমে টাকা ও চাকরি কোনওটিই না পেয়ে পার্ক স্ট্রিট থানায় তাঁরা অভিযোগ জানান। মোবাইল ও সোশাল মিডিয়ার সূত্র ধরে তদন্ত করেই তাকে গ্রেপ্তার করা হয়। আরও কতজনের কাছ থেকে অভিযুক্ত টাকা হাতিয়েছে, তা জানার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

[আরও পড়ুন: FIR মামলায় হাই কোর্টে স্বস্তি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, এখনই কোনও পদক্ষেপ নয়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement