Advertisement
Advertisement

যাত্রা শুরু কলকাতা-যশোর-খুলনা বাস পরিষেবার

পরীক্ষামূলক বাস পরিষেবার সূচনা করলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী৷

Kolkata-Khulna test bus service starts today
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 30, 2016 3:34 pm
  • Updated:August 30, 2016 5:20 pm  

স্টাফ রিপোর্টার: কলকাতা থেকে যশোর হয়ে খুলনা পর্যন্ত পরীক্ষামূলক বাস পরিষেবার সূচনা করলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী৷ কসবায় পরিবহণ ভবনে মঙ্গলবার এই অনুষ্ঠান হয়৷ বাংলাদেশ-ভুটান-ভারত ও নেপাল মোটর ভেহিক্যালস চুক্তি অনুযায়ী এই পরিষেবা চালু হচ্ছে৷ পাশাপাশি চুক্তি অনুযায়ী পরীক্ষামূলকভাবে ঢাকা-কলকাতা-নয়া দিল্লি কার্গো পরিষেবাও চালু হয়েছে৷ এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহণ সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ও বাংলাদেশের দূতাবাসের কর্তারা৷

এর আগে ভারত-বাংলাদেশ-ভুটান ও নেপাল মোটরযান চুক্তির শর্ত অনুসারে, গত ২৭ আগস্ট ঢাকা থেকে দিল্লির উদ্দেশে একটি কার্গো যান পরীক্ষামূলকভাবে রওনা হয়েছে৷ কার্গোটিতে ঢাকার তৈরি পোশাক রয়েছে৷ যানটি বেনাপোল-পেট্রাপোল হয়ে কলকাতা ছুঁয়ে লখনউ হয়ে দিল্লি যাবে৷

Advertisement

গত রবিবার ওই কার্গো যানটি কলকাতায় পৌঁছলেও এদিনই আনুষ্ঠানিকভাবে ফের লখনউয়ের উদ্দেশে রওনা করানো হয়েছে৷ এদিন শুরু হওয়া খুলনার বাস সার্ভিসটি আপাতত সপ্তাহে দু’দিন চলবে৷ যাত্রী সংখ্যা দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে৷এদিকে, যাত্রী পরিষেবার ক্ষেত্রে চালু হয়েছে কলকাতা-ঢাকা ও আগরতলা ভায়া ঢাকা বাস সার্ভিসও৷ এই পরিষেবার মাধ্যমে যাত্রীদের মধ্যে আরও উৎসাহ বেড়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement