অভিরূপ দাস: স্রেফ মাদার টেরিজার টানে সাড়ে ছ’হাজার কিলোমিটার পেরিয়ে কলকাতায় হাজির হলেন রিপাবলিক অফ নর্থ ম্যাসিডোনিয়ার বিদেশমন্ত্রী বুজার ওসমানি। সঙ্গে ভারতে ম্যাসিডোনিয়ার রাষ্ট্রদূত স্লোবোডান উজুনভ। মাদারের সমাধিতে শ্রদ্ধা জানানোর পাশাপাশি সটান পৌঁছে গেলেন কলকাতার মহানাগরিক তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের কাছে।
শহর নিয়ে নানা আলাপচারিতার পাশাপাশি মেয়রের আতিথেয়তায় মুগ্ধ ওসমানি জানিয়ে দিলেন, ম্যাসিডোনিয়ার (Masidonia) সিস্টার সিটি হবে কলকাতা। এবং আগামী বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে এই চুক্তি করা হবে। পুরভবনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মেয়র ফিরহাদ (Firhad Hakim) জানান, ‘‘মাদার টেরিজা কেন্দ্রিক ট্যুরিজম চালু করতে চায় ম্যাসিডোনিয়া। ওনাদের বিদেশমন্ত্রী এদিন তীর্থযাত্রী কেন্দ্রিক পর্যটনের পাশাপাশি বাংলায় বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন। আমাদের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে বিনিয়োগকারীদের একটা টিমও নিয়ে আসবেন বলে কথা দিয়েছেন।’’
লেপেনাক নদীর তীরে ম্যাসিডোনিয়াতেই জন্ম মাদার টেরিজার। যিনি জীবনের সিংহভাগ সময় কাটিয়েছেন তিলোত্তমায়। গড়ে তুলেছেন মিশনারিজ অফ চ্যারিটি। ১৯২৯ সালের জানুয়ারি মাসে তিলোত্তমায় প্রথম পা রেখেছিলেন। এদিন মাদার টেরিজার দেশের বিদেশমন্ত্রী দেখা করেছেন কলকাতার আর্চ বিশপ থমাস ডি সুজার সঙ্গেও।
বুজার ওসমানি জানিয়েছেন, এ শহরের সঙ্গে শক্তিশালী অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলতে চায় নর্থ ম্যাসিডোনিয়া। গোটা ঘটনায় আপ্লুত আর্চ বিশপও। মাদার টেরিজার জন্মস্থান স্কোপজে থেকে মানুষ এসেছেন ভাবতেই শিহরিত তিনি। এদিন ওয়েস্টবেঙ্গল ইনফাস্ট্রাকচার ডেভলপমেন্ট কর্পোরেশনের চেয়ারপার্সন বন্দনা যাদবের সঙ্গেও দেখা করেন বুজার। পশ্চিমবঙ্গের সঙ্গে ব্যবসায়িক বন্ধনে আবদ্ধ হতে আগ্রহী নর্থ ম্যাসিডোনিয়া। এতে এ রাজ্যে বিপুল কর্মসংস্থান হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.