১৯৯৭ সালে খাবারের স্টল থেকেই পুড়ে খাক হয়ে গিয়েছিল কলকাতা বইমেলা (Kolkata International Book Fair)। এবারও বইমেলায় গোটা বিশেক খাবারের স্টল। ফিস ফ্রাই, চিকেন কাটলেট ভাজা হচ্ছে কড়াইয়ে। তার সামনে উপচে পড়ছে ভিড়। সে আগুন যাতে মেলা প্রাঙ্গণে ছড়িয়ে না পরে তা ঠেকাতেই নতুন বন্দোবস্ত। মন্ত্রীর এই মতামতকে সাদরে অভ্যর্থনা জানিয়েছে গিল্ড। পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সম্পাদক ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় জানিয়েছেন, বইমেলায় গোটা বিশেক খাবারের স্টল আছে। যারা মিষ্টি, আইসক্রিম, দই বিক্রি করছেন তাদের আগুন জ্বালানোর প্রশ্ন নেই। কিন্তু বিরিয়ানি বা ভাজাভুজির ক্ষেত্রে আগুন জ্বালাতেই হয় বিক্রেতাদের। কারণ ক্রেতারা তা গরম খেতেই পছন্দ করেন। অনেকেই চা, কফিও বানিয়ে বিক্রি করছেন মেলায়। এবার সমস্ত খাবারের স্টলই চলে যাবে সেন্ট্রাল পার্ক সুইমিং পুল প্রাঙ্গণে। কলকাতা বইমেলার এক নম্বর গেটের পাশেই এই সুইমিং পুল। বইমেলা থেকে এই সুইমিং পুলে প্রবেশের জন্য একটি গেট রয়েছে।
মন্ত্রী জানিয়েছেন, সেই গেট খুলে দেওয়া হবে। শুধু এবার নয় প্রত্যেকবার সুইমিং পুল প্রাঙ্গণেই বসবে খাবারের স্টল। তিনি বলেন, গড়িয়া, যাদবপুর, বাঁশদ্রোণী, পাটুলি ছাড়াও পূর্ব কলকাতার বেহালা এমনকী হাওড়া থেকেও অগুনতি বাস আসছে বইমেলা প্রাঙ্গণে। যার জেরে সহজেই মানুষ পা রাখতে পারছেন কলকাতা আর্ন্তজাতিক পুস্তক মেলায়। এছাড়াও এবারই প্রথম বইমেলা আসার জন্য ইস্ট ওয়েস্ট মেট্রোর সুবিধা পাচ্ছেন আমজনতা। ফিরহাদ হাকিমের কথায়, ‘‘ভিড়ও তাই বাড়ছে উত্তরোত্তর।’’
২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।
চোখ রাখুন