Advertisement
Advertisement
Kolkata

চোখের ভিতর ৬ মিলির বাঁশের চোঁচ! বিরল অস্ত্রোপচারে রোগীকে সুস্থ করল কলকাতার হাসপাতাল

কী বলছেন চিকিৎসকরা?

Kolkata hospital performs critical surgery to save patient's eye | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Tiyasha Sarkar
  • Posted:January 8, 2024 1:59 pm
  • Updated:January 8, 2024 1:59 pm  

স্টাফ রিপোর্টার: অস্ত্রোপচারের পর চোখ থেকে যা বের হল তা দেখে আঁতকে উঠেছিলেন আরআইও-র চিকিৎসকরা। বেরল প্রায় ৬ মিলি মিটার লম্বা একটি বাঁশের চোঁচ! বস্তুত, মেডিক‌্যালের রিজিওন‌্যাল ইনস্টিটিউট অফ অফথ‌্যালমোলজিতে সাম্প্রতিক কালে অস্ত্রোপচারে এমন বস্তু বের হয়নি।

প্রায় মাস তিনেক আগের ঘটনা। হুগলির ধনিয়াখালির বাসিন্দা অলকা গুহর বাড়ির চালা থেকে শুকনো বাঁশ নামানোর সময় একসঙ্গে দুটো বাঁশ তীব্র গতিতে নেমে আসে। কোনওরকমে মুখ ঘুরিয়ে নিলেও একটা বাঁশ সটান ধাক্কা মারে বৃদ্ধার চোয়ালে। আরেকটি চোঁচ ডান চোখে ঢুকে যায়। যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। বাড়ি থেকে নিয়ে যাওয়া হয় তারকেশ্বর হাসপাতালে। অবস্থা হাতের বাইরে বুঝতে পেরে পিজিতে রেফার করা হয়। এসএসকেএমে রোগীর চোয়াল মেরামত করা গেলেও চোখের সমস‌্যা মেটেনি।

Advertisement

[আরও পড়ুন: দেশের অপমানে মালদ্বীপকে বয়কট! ‘অতিথি দেব ভব’ সংস্কৃতির পাঠ দিলেন ভারতীয় তারকারা]

রেফার করা হয় রিজিওন‌্যাল ইনস্টিটিউট অফ অফথ‌্যালমোলজিতে (Regional Institute of Ophthalmology)। আরআইও-র চিকিৎসক অধ‌্যাপক সলিল মণ্ডল জানিয়েছেন, ‘‘চোয়াল ঠিক হলেও অস্ত্রোপচারের সমস‌্যায় রোগিণীর সুবিধার জন‌্য ট্র‌্যাকস্ট্রোমি করা হয়। অস্ত্রোপচারের পর ডান চোখ থেকে বের হয় ৬ মিলিমিটার লম্বা বাঁশের চোঁচ। অত‌্যন্ত সন্তর্পণে অস্ত্রোপচার করতে হয়েছিল। চোখের কর্নিয়া বেঁচেছে। গত শুক্রবার সফল অস্ত্রোপচারের পর অলকা গুহ এখন অনেকটাই ভালো আছেন। আগামী সপ্তাহে তাঁকে ছুটি দেওয়া হবে।”

[আরও পড়ুন: ভরা ব্রিগেডে নজরুলের কবিতা ভুললেন মীনাক্ষী, সাফাই দিতে গিয়ে মমতাকে খোঁচা সেলিমের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement