Advertisement
Advertisement
কলকাতা হাই কোর্ট

CAA বিক্ষোভে ক্ষয়ক্ষতি কতটা? রাজ্যের কাছে বুধবারের মধ্যে রিপোর্ট তলব কলকাতা হাই কোর্টের

সোমবার এই নির্দেশ দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

Kolkata high court seeks report on anti-CAA protest

ফাইল ফটো

Published by: Soumya Mukherjee
  • Posted:December 16, 2019 5:02 pm
  • Updated:December 16, 2019 5:09 pm  


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকা। সপ্তাহের প্রথম দিন সোমবারও রাজ্যের বিভিন্ন প্রান্তে অবরোধ ও বিক্ষোভ হচ্ছে। কোথাও রাস্তায় বসে চলছে প্রতিবাদ। কোথাও আবার রাস্তায় টায়ার জ্বালাচ্ছে বিক্ষোভকারীরা। বেশ কয়েকটি জায়গায় ওভারহেডের তারে কলাপাতা ফেলে রেল অবরোধ হচ্ছে। এর ফলে সপ্তাহের প্রথম দিনে কাজে বেরিয়ে চূড়ান্ত দুর্ভোগ পোয়াতে হচ্ছে সাধারণ মানুষকে। এর মধ্যেই আজ দুপুরে দলের নেতা-মন্ত্রীদের নিয়ে আম্বেদকর মূর্তির পাদদেশ থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত প্রতিবাদ মিছিল করেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর ও রাজ্য সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে এবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন হাওড়ার এক বাসিন্দা সুরজিৎ সাহা।

সোমবার ওই মামলার শুনানির সময় সরকারপক্ষ এবং মামলাকারীর আইনজীবী স্মরজিৎ রায়চৌধুরির সওয়াল শোনে আদালত। এরপর বুধবারের মধ্যে রাজ্যকে আইনশৃঙ্খলা পরিস্থিতির সবিস্তার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। রাজ্যের বিভিন্ন জায়গা অশান্তি রুখতে সরকার কী কী পদক্ষেপ গ্রহণ করেছে তা জানাতে বলে।

Advertisement

[আরও পড়ুন: বিজেপির মিছিল ঘিরে যাদবপুরের সুলেখা মোড়ে ধুন্ধুমার, ব্যাপক যানজট]

 

মামলাকারী সুরজিৎ তাঁর আবেদনে জানতে চেয়েছিলেন, কী করে রাজ্যের প্রধান হয়েও মুখ্যমন্ত্রী বলতে পারেন যে তিনি কেন্দ্রের আইন মানবেন না? সম্প্রতি রাজ্যের বিভিন্ন জায়গায় হওয়া অশান্তির জেরে রেল মন্ত্রক এবং পরিবহণ দপ্তরের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ কে দেবে? সমস্ত জেলাশাসক এবং পুলিশ সুপারকে অশান্তি রুখতে আদালত নির্দেশ দিক। তাঁর এই আবেদনের প্রেক্ষিতেই রাজ্যের কাছে এই বিষয়ে রিপোর্ট চাইল কলকাতা হাই কোর্ট।

আজ আদালতে এই মামলার শুনানি হয় দুপুর ২টোর সময়। ঠিক সেই সময় জোড়াসাঁকোয় মিছিল শেষ করে বক্তব্য রাখছিলেন তৃণমূল সুপ্রিমো। সেখানে বিজেপিকে কার্যত হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, ” এই আইন প্রত্যাহার না করলে, আমরা রাস্তায় এই আন্দোলন চালিয়ে যাব। কী করবেন? সরকার ফেলে দেবেন? দিন, তবু আন্দোলন চলবে।” প্রশ্ন তোলেন, ”কাদের জন্য সংশোধিত নাগরিকত্ব বিল? আমরা সকলে নাগরিক। কারও জন্য নিজেদের নাগরিকত্বের প্রমাণ দিতে হবে না।”  

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement