Advertisement
Advertisement
Kolkata High Court Bengal government women security in public transport

নারী সুরক্ষায় নজর, বাসে হেল্পলাইন চালু করা যায়? রাজ্যের কাছে জানতে চাইল High Court

আগামী ১২ আগস্ট রাজ্যকে রিপোর্ট জমা দিতে হবে।

Kolkata High Court seeks report from Bengal government on women security in public transport । Sangbad Pratidin

ছবি: প্রতীকী।

Published by: Sayani Sen
  • Posted:July 23, 2021 3:44 pm
  • Updated:July 23, 2021 3:50 pm  

শুভঙ্কর বসু: গণপরিবহণে (Public Transport) সত্যি কতটা সুরক্ষিত মহিলারা? তা নিয়ে সন্দেহ প্রকাশ করে হেল্পলাইন নম্বর চালু করা যায় কিনা, তা রাজ্যের কাছে জানতে চাইল কলকাতা হাই কোর্ট (Calcutta High Cout)। আগামী ১২ আগস্ট রিপোর্ট জমার নির্দেশ দেওয়া হয়েছে।

বাস কিংবা ট্রেনে চড়ে মহিলাদের অফিস কিংবা স্কুল, কলেজ যাওয়া নতুন নয়। অথচ গণপরিবহণে বহু ক্ষেত্রেই দেখা যায় তারা সুরক্ষিত নন। রাত তো দূর, দিনের বেলাতেও বহু ক্ষেত্রে শ্লীলতাহানির (Molestation) ঘটনা ঘটে। কেউ অভিযোগ করেন। আবার কেউ কেউ মুখ বুজে তা সহ্য করে নেন। চলন্ত বাসে ধর্ষণের ঘটনাও ঘটেছে রাজধানী দিল্লিতে। আবার বাসে তরুণীর সামনেই হস্তমৈথুনের অভিযোগও উঠেছে শহর কলকাতায়। শুধু মহিলারাই নন, রূপান্তরিত অঙ্কন বিশ্বাসের দাবি তাঁরাও বহু ক্ষেত্রে যৌন হেনস্তার শিকার হন। তারই পরিপ্রেক্ষিতে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন রেণু প্রধান নামে এক মহিলা। সেই মামলারই শুনানি ছিল শুক্রবার।

Advertisement

[আরও পড়ুন: Shilpa Shetty-র বোন Shamita Shetty-কেও ছবিতে অভিনয়ের অফার দিয়েছিলেন Raj Kundra]

মামলাকারীরা বাসে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানোর দাবি জানান। বাসচালক-সহ অন্যান্যদের তথ্য পাওয়া যাবে এমন অ্যাপ (App) আনারও দাবি জানান তাঁরা। জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতেই গণপরিবহণে হেল্পলাইনে (Help Line Number) চালু করা যায় কিনা, তা জানতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল রাজ্যের কাছে মতামত জানতে চায়। বাসের ভিতরের পাশাপাশি নারী সুরক্ষার (Women Security) কথা মাথায় রেখে বাসস্ট্যান্ডেও সেই নম্বর রাখার কথাও বলেন। এই সমস্ত পরিকাঠামো তৈরির ক্ষেত্রে ঠিক কত টাকা খরচ হবে, আদৌ তা চালু সম্ভব কিনা, রাজ্যের কাছ থেকে সে সমস্ত তথ্য জানতে চাওয়া হয়। আগামী ১২ আগস্ট রাজ্যকে রিপোর্ট জমা দিতে হবে।

[আরও পড়ুন: WB Post Office Recruitment: মাধ্যমিক পাশেই মিলতে পারে ডাকবিভাগে চাকরি, জেনে নিন শর্ত]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement