Advertisement
Advertisement

Breaking News

Kolkata girl's death in Vizag

Kolkata girl’s death in Vizag: ভিনরাজ্যে পড়তে গিয়ে খুন! বাংলার ছাত্রীর মৃত্যুর ঘটনায় অবশেষে গ্রেপ্তার হস্টেল মালকিন-সহ ৪

বিশাখাপত্তনমের হস্টেলে ছাত্রীর রহস্যমৃত্যু!

Kolkata Girl's Death in Vizag: Four arrested including two Private Institution's officials | Sangbad Pratidin
Published by: Sangbad Pratidin Video Team
  • Posted:September 1, 2023 7:43 pm
  • Updated:September 1, 2023 8:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশাখাপত্তনমের হস্টেলে ছাত্রীর রহস্যমৃত্যুর ঘটনায় অবশেষে গ্রেপ্তার ৪। ভাইজ্যাগের (Vizag Hostel) হস্টেলের মালকিন-সহ ধৃত ৪ অভিযুক্ত। শুক্রবার ভাইজ্যাগ সিটি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন সাধনা হস্টেলের মালকিন সূর্য কুমারী, ওই হস্টেলের ওয়ার্ডেন গন্নু কুমারী, আকাশ বাইজুর (Akash Byju’s) বিশাখাপত্তনম (Visakhapatnam) ব্রাঞ্চের আধিকারিক গঙ্গুমাল্লা নাগা ভেঙ্কট দুর্গা রবিকান্ত এবং গুন্ডু রাজেশ্বর রাও।

প্রসঙ্গত, নিট (NEET) পরীক্ষার প্রস্তুতির জন্য অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে পড়তে যান টালিগঞ্জের নেতাজি নগরের বাসিন্দা এক নাবালিকা। সেখানেই গত ১৪ জুলাই সিঁড়ি থেকে পড়ে গুরুতর আহত হন তিনি! ১৬ জুলাই মৃত্যু হয় ওই নাবালিকার। তারপরেই ওঠে প্রশ্ন। নাবালিকার পরিবার দাবি করে, ”তাঁদের মেয়েকে খুন করা হয়েছে ।” আদালতের দ্বারস্থ হয় পরিবার।

Advertisement

[আরও পড়ুন: ১২ বছরের কিশোরীর শরীরে সিগারেটের ছ্যাঁকা, গরম তাওয়া দিয়ে মারধর! কাঠগড়ায় দম্পতি]

অবশেষে ওই ঘটনায় প্রকাশ্যে আসে সিসিটিভি ফুটেজ। তা নিয়েও দানা বাঁধে রহস্য। অবশেষে এই ঘটনায় নড়েচড়ে বসে পুলিশ। শুক্রবার অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় গ্রেপ্তার করা হয় ওই ৪ অভিযুক্তকে। ধৃতদের ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত, এমন জানিয়েছে ওই নাবালিকার পরিবার। মৃত ওই নাবালিকার (Tollygunj) বাবার দাবি, ”আমরা লড়াই চালিয়ে যাব। যতক্ষণ না এর সঠিক বিচার হচ্ছে।”

[আরও পড়ুন: ভিডিও শুট করে ইউটিউবে আপলোডের টোপ! রিসর্টে ডেকে উঠতি মডেলকে ‘গণধর্ষণ’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement