Advertisement
Advertisement
Covid

সমাজসেবার স্বীকৃতি, ‘ডায়না অ্যাওয়ার্ড’ পেলেন কলকাতার আরুষি

আরুষির কাজের স্বীকৃতিতে খুশি সকলে।

Kolkata girl received award in Princess Diana's memory | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:June 30, 2021 2:05 pm
  • Updated:June 30, 2021 11:01 pm  

স্টাফ রিপোর্টার: সমাজসেবার স্বীকৃতি হিসাবে প্রিন্সেস ডায়নার স্মৃতিতে ‘ডায়না অ্যাওয়ার্ড’ পেলেন কলকাতার ১৭ বছরের এক কিশোরী। নাম আরুষি পন্থ। রাজ্যের অর্থসচিব মনোজ পন্থের মেয়ে। প্রয়াত প্রিন্সেসের দুই পুত্র ডিউক অফ কেমব্রিজ ও ডিউক অফ সাক্সেস-এর উপস্থিতিতেই এই সম্মাননা তুলে দেওয়ার কথা।

মাত্র দশ বছর বয়সে প্রাথমিক স্কুলে পড়ার সময় থেকেই সমাজসেবা ও শিশুদের মধ্যে সার্বিক চেতনা বৃদ্ধির জন্য কাজ শুরু করেছে আরুষি। বিশেষ করে শিশুদের নিরাপত্তা ও সংক্রমণ প্রতিরোধ কীভাবে করতে হবে তা নিয়েই সহপাঠী ও চারপাশের পড়ুয়াদের মধ্যে প্রচার করেছে সে। এখন আরাবল্লির স্কুলে পড়াশোনা করলেও কোভিড (COVID-19) সংক্রমণ রুখতেও নানা কর্মসূচিতে যুক্ত রয়েছে। 

Advertisement

[আরও পড়ুন: রাজ্য BJP’র বৈঠকে কেন যোগ দিলেন SC কমিশনের ভাইস চেয়ারম্যান? তুঙ্গে শাসক-বিরোধী তরজা]

শুধু সংক্রমণ মোকাবিলাই নয়, কোভিডের জেরে অসহায় ও দুস্থ শিশুদের জন্যও অর্থ সংগ্রহে প্রত্যক্ষ ভূমিকা নিয়েছে এবারের পুরস্কার প্রাপক। তবে কলকাতার সঙ্গে ডায়নার নাম ফের আরুষির পুরস্কার প্রাপ্তির মধ্য দিয়ে ফিরে আসায় খুশি শহরবাসী। মানুষের পাশে থাকতে পেরে খুশি আরুষি। এভাবেই সকলের জন্য কাজ করে যেতে চায় ওই কিশোরী।

[আরও পড়ুন: ফের কলকাতায় ধৃত ভুয়ো সরকারি আধিকারিক, বাজেয়াপ্ত নীল বাতি লাগানো গাড়ি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement