ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাতসকালে আলিপুর জাজেস কোর্টে (Alipore Judges Court) অগ্নিকাণ্ডের ঘটনায় ছড়ায় চাঞ্চল্য। তবে কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা। কিন্তু আগুন লাগার কারণ হিসেবে ষড়যন্ত্রের গন্ধও পাচ্ছেন অনেকে।
জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ৮টা নাগাদ জাজেস কোর্টের ১৩ নম্বর রুমে আগুন লাগে। ঘরটির ভিতর থেকে গলগল করে ধোঁয়া বেরতে দেখেন স্থানীয়রা। তখনই খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের চারটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনেন কর্মীরা। একটি ঘরেই আগুন লাগায় তা নেভাতে বিশেষ ঝক্কি পোহাতে হয়নি তাঁদের। তাছাড়া সেই ঘর ভরতি নথিতেই। বিশেষ কারও যাতায়াত নেই। তাই কেউ হতাহত হননি বলেই খবর। তবে এখানেই উঠেছে প্রশ্ন।
জাজেস কোর্টের যে ঘরে আগুন লাগে, সেখানে বহু পুরনো নথিপত্র ও রেকর্ড রয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় সমস্ত প্রয়োজনীয় নথিই পুড়ে ছাই। অথচ বাড়ি কোনও রুমে আগুন ছড়ায়নি। সব ঘরই অক্ষত রয়েছে। তাহলে রেকর্ড রুমেই কীভাবে আগুন লাগল? জানা গিয়েছে, দমকল কর্মীদের প্রাথমিক ধারণা, শর্টসার্কিট থেকে ঘরে আগুন লাগে। তবে শুধু এই ঘরটিই আগুনের কবলে পড়ায় এতে ‘ষড়যন্ত্রে’র আঁচ পাচ্ছেন কেউ কেউ। গোটা বিষয়টি খতিয়ে দেখছেন দমকলের কর্মী ও আধিকারিকরা। তারপরই কাটতে পারে ধোঁয়াশা। আগুন লাগায় বিচার বিভাগীয় কাজে ঠিক কতখানি ক্ষতি হল, তাও পরিষ্কার হতে পারে। তবে কাজের দিনে সাতসকালে অগ্নিকাণ্ডের ঘটনায় জাজেস কোর্ট চত্বরে বেশ শোরগোল পড়ে যায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.