Advertisement
Advertisement

Breaking News

মরশুমের শীতলতম দিনে শহরের পারদ নামল ১২.৭ ডিগ্রিতে

রাজ্যজুড়ে জাঁকিয়ে বসছে শীত।

Kolkata faces cold, temperature cut to 12.7
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 16, 2016 8:56 am
  • Updated:December 16, 2016 8:56 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যজুড়ে জাঁকিয়ে বসছে শীত। আজ মরসুমের শীতলতম দিন। শহরের তাপমাত্রা নেমেছে ১২.৭ ডিগ্রি সেলসিয়াসে। এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। মহানগরের পাশাপাশি জেলাগুলিতেও পারদ নেমেছে এক ধাক্কায় অনেকটাই। সেখানে তাপমাত্রা ঘোরাফেরা করছে ৯ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। শ্রীনিকেতনে তাপমাত্রা ৯.৭ ডিগ্রি। স্বাভাবিকের থেকে যা ৩ ডিগ্রি কম। বাঁকুড়ায় পারদ নেমেছে ১১.৩ ডিগ্রিতে। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। আসানসোলের তামপাত্রা ১০.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।

দক্ষিণবঙ্গেও শীতের দাপট অব্যাহত। কৃষ্ণনগরে তাপমাত্রা নেমেছে ১০.৮ ডিগ্রিতে। উত্তরবঙ্গে ঘন কুয়াশার ফলে তাপমাত্রা ক্রমশ নিম্নমুখী। জলপাইগুড়িতে তাপমাত্রা ১০.৭ ডিগ্রি। মালদায় ১২.৯ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিংয়ের তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস। শীতের এই জমাটি ইনিংস আগামী কয়েকদিন একইভাবে জারি থাকবে বলে আবহওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে।

Advertisement

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement