অর্ণব আইচ: তাঁকে ও বড়ছেলের বউকে মারধরে করে, নাতনির শ্লীলতাহানি করেছে ছোট ছেলে। বৃহস্পতিবার এমনই অভিযোগ নিয়ে দক্ষিণ কলকাতার নেতাজি নগর থানায় উপস্থিত হলেন এক বৃদ্ধা৷ তিনি নেতাজি নগরেরই শ্রীকলোনির বাসিন্দা৷ ৭৮ বছরের ওই বৃদ্ধার স্পষ্ট অভিযোগ, বিয়ে না করেই এক বান্ধবীকে নিয়ে অবৈধভাবে বাড়িতে থাকতে চায় ছোট
ছেলে৷ কিন্তু বাড়ির কেউ তা মেনে নিতে পারেননি৷ ফলে বাধা দেন৷ আর সেখান থেকেই ঝামেলার সূত্রপাত৷
[বিজেপি ‘জঙ্গি সংগঠন’, কর্মসমিতির বৈঠক থেকেই কড়া আক্রমণ মমতার]
ঘটনার সূত্রপাত অনেকদিন আগে থেকেই৷ একই বাড়িতে থাকতেন অভিযোগকারিণী বৃদ্ধা, তাঁর বড় ছেলের পরিবার ও ছোট ছেলে৷ অভিযুক্ত ছোট ছেলে একটি মেয়েকে তার বিশেষ বন্ধুর পরিচয় দিয়ে প্রায়ই ওই বাড়িতে নিয়ে আসত৷ কিন্তু সেই আসা-যাওয়া যে স্থায়ীভাবে থাকার প্রস্তাবে পরিণত হবে তা কল্পনাও করতে পারেনি পরিবারটি৷ জানা গিয়েছে, হঠাৎই একদিন বাড়ির বাকি লোকদের কাছে প্রস্তাব রাখে অভিযুক্ত৷ দাবি করে, বিয়ে না করে ওই বান্ধবীকে নিয়ে একসঙ্গে থাকতে চায় সে৷ আধুনিক হলেও অন্যান্য বাঙালি পরিবারের মতোই এই প্রস্তাবও মেনে নিতে পারেনি ওই পরিবারের অন্যান্য সদস্যরা৷ সমস্যার সূত্রপাত সেখান থেকেই৷ যা বড় আকার নেয় বৃহস্পতিবার৷
[পাপ করলে নিজের উপর বাজ পড়বে, কোর কমিটির বৈঠকে জোর হুঁশিয়ারি মমতার]
অভিযোগকারিণী বৃদ্ধা জানিয়েছেন, বিষয়টি নিয়ে অনেকদিন ধরেই ছোট ছেলে ও তার বান্ধবীর সঙ্গে বৃদ্ধা ও বড় ছেলের পরিবারের গোলমাল চলছিল। সম্প্রতি গোলমাল চরমে ওঠে। বৃহস্পতিবার ছোট ছেলে ও তার বান্ধবী তাঁকে মারধর করে। তিনি কান্নাকাটি শুরু করলে তাঁর পুত্রবধূ অর্থাৎ বড় ছেলের স্ত্রী বাধা দেয়। তখন তাঁকেও মারধর করে অভিযুক্তরা। এখানেই শেষ নয় বৃদ্ধার আরও অভিযোগ, বৃদ্ধার কিশোরী নাতনি সন্ধ্যায় বাড়ি ফিরলে তখন তাকেও হেনস্তা ও শ্লীলতাহানি করা হয়৷ অভিযোগ পাওয়ার পর ইতিমধ্যেই, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.