Advertisement
Advertisement
Kolkata Durga Puja 2024

দশভূজা যখন ধরিত্রী মা! পরিবেশ বাঁচাতে অভিনব উদ্যোগ হাজরা বালক সংঘের

৭২ বছর পার করেছে হাজরা বালক সংঘ।

Kolkata Durga Puja 2024: Save nature Save life, unique theme of Hazra Balak Sangha
Published by: Paramita Paul
  • Posted:October 9, 2024 4:17 pm
  • Updated:October 9, 2024 5:44 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ব চরাচরে যখন কায়েম হয়েছিল অশুভ শক্তির রাজত্ব। অত্যাচার শুরু করেছিল অসুরেরা। ঠিক তখনই ত্রিভুবনকে রক্ষা করতে এগিয়ে এসেছিল মাতৃশক্তি। তৈরি হয়েছিলেন দেবী দুর্গা। এখনও বিশ্বজুড়ে অন্ধকারের রাজত্ব। ধ্বংসের দিকে এগিয়ে চলেছে বিশ্ব চরাচর। ত্রিভুবনকে রক্ষা করতে এগিয়ে এলেন প্রকৃতি রূপী দেবী দুর্গা।

বিশ্ব উষ্ণায়ণ থেকে পরিবেশ দূষণ, সমুদ্রের জলস্তর বৃদ্ধি থেকে ক্রমাগত ভূমিধস। ক্রমশ ধ্বংসের দিকে এগিয়ে চলেছে পৃথিবী। সেই পরিবেশ বাঁচাতে দুর্গা প্রতিমাই এবার ‘ধরিত্রী মা’। যিনি গোটা বিশ্বকে সমস্ত অশুভ শক্তি থেকে রক্ষা করবে। এই থিমেই গড়ে উঠেছে হাজরা বালক সংঘের পরিবেশবান্ধব পুজো মণ্ডপ। যাদের থিম, ‘সেভ নেচার, সেভ লাইফ।’ অর্থাৎ পরিবেশকে রক্ষা করলে তবেই বাঁচবে মানবতা। 

Advertisement

৭২ বছর পার করেছে হাজরা বালক সংঘ(Kolkata Durga Puja 2024)। এবার পরিবেশরক্ষার বার্তা দিয়ে সেজে উঠেছে মণ্ডপ। এখানে দেবী অস্ত্রধারী নয়। বরং স্নিগ্ধরূপে অধিষ্ঠাত্রী। রয়েছেন তাঁর চার সন্তানও। মণ্ডপের অন্দরে রয়েছে নীলরঙা আলো। স্নিগ্ধ পরিবেশ। তাদের একটাই বার্তা, পরিবেশ বাঁচান। পৃথিবীকে রক্ষা করুন।

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement