Advertisement
Advertisement

Breaking News

Kolkata Durga Puja 2023

Kolkata Durga Puja 2023: পায়ে ব্যথা, তবু চেতলা অগ্রণীর মাতৃমূর্তিতে চক্ষুদান করবেন মুখ্যমন্ত্রী, কীভাবে?

প্রতি বছরই চেতলা অগ্রণীর মাতৃপ্রতিমার চোখ এঁকে দেন মমতা বন্দ্য়োপাধ্যায়।

Kolkata Durga Puja 2023: CM Mamata Banerjee to perform Chakshudan ceremony at Chetla Agrani Club | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:October 13, 2023 4:19 pm
  • Updated:October 13, 2023 6:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহালয়ার আগেই পুজোর বাদ্যি বেজে গিয়েছে। বৃহস্পতিবার কালীঘাটের বাড়ি থেকে কলকাতার বেশ কয়েকটি পুজো এবং জেলার পুজোগুলির ভারচুয়াল উদ্বোধন করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। প্রতি বছর তিনি নিজে গিয়ে কলকাতার নামী পুজোর(Kolkata Durga Puja 2023) সূচনা করেন। কিন্তু এবছর ব্যতিক্রম। পায়ে ব্যথা রয়েছে মুখ্যমন্ত্রীর। চিকিৎসকদের পরামর্শ মেনে তিনি বিশ্রামে রয়েছেন। সেই কারণে এবার তিনি বাড়িতে। তবে তা সত্ত্বেও কলকাতার যে একটিমাত্র পুজোয় মাতৃমূর্তির চক্ষুদান হয় মুখ্যমন্ত্রীর হাতে, তার ব্যতিক্রম ঘটবে না। এবছরও তিনি চেতলার পুজোয় প্রতিমার চোখ আঁকবেন।

Chetla Agrani
ফাইল ছবি

সূত্রের খবর, চেতলা অগ্রণী (Chetla Agrani) পুজো মণ্ডপে না গিয়েও মুখ্যমন্ত্রী দুর্গামূর্তির চোখ আঁকবেন মুখ্যমন্ত্রী। কিন্তু কীভাবে? শোনা যাচ্ছে, এবিষয়ে প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে। প্রতিমার মুখমণ্ডলের ছবি তুলে ক্যানভাসে পাঠানো হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। তা দেখে তিনি মাপমতো প্রতিমার চোখ এঁকে পাঠাবেন। তাঁর আঁকা দেখে শিল্পী আসল মূর্তিতে চোখ আঁকবেন। কাজ যে কঠিন, তা মানছেন শিল্পী। তবে প্রথা মেনেই প্রতি বছরের মতো এবারও মুখ্যমন্ত্রীর হাতেই চক্ষুদান হবে চেতলা অগ্রণীর মাতৃপ্রতিমার।

Advertisement

[আরও পড়ুন: আদালত অবমাননা মামলা: রাজ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে রুল জারির নির্দেশ হাই কোর্টের]

এবছর চেতলা অগ্রণীর পুজোর থিম ‘যে যেখানে দাঁড়িয়ে’। মূলত শ্রেণি বৈষম্যকে থিম করে এখানকার মণ্ডপসজ্জা করেছেন শিল্পী সুব্রত বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ কলকাতার এই পুজোর সঙ্গে বরাবরই জড়িয়ে সুব্রত বন্দ্যোপাধ্যায়। এবার কাজ প্রায় শেষ। দেবীমূর্তির চক্ষুদানের অংশ বাকি। আর তা হবে মুখ্যমন্ত্রীর হাতেই। আর সেই অপেক্ষাতেই রয়েছে চেতলার উদ্যোক্তারা। তার পরই দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে এই পুজো মণ্ডপ।

[আরও পড়ুন: পুজোর মুখে বেনজির অধিবেশন বিধানসভার, বিধায়কদের বেতনবৃদ্ধি বিল পেশের সম্ভাবনা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement