অর্ণব আইচ: থানা হোক বা ট্রাফিক গার্ড, দুর্গাপুজোর (Durga Puja) ক’দিন সবাইকেই কাঁধে কাঁধ মিলিয়ে সামলাতে হবে শহরের ট্রাফিক। পুজোর সময় যতই মানুষের ভিড় হোক না কেন, কলকাতার ট্রাফিক চলাচল মসৃণ রাখতে প্রত্যেক পুলিশকর্মী ও আধিকারিককে এই নির্দেশ দিলেন পুলিশ কমিশনার (CP) বিনীত গোয়েল। সেইমতো আগামী কয়েকদিন কাজ করবেন পুলিশকর্মী, আধিকারিকরা।
সোমবার প্রত্যেক পুলিশকর্তা, থানা ও ট্রাফিক গার্ডের আধিকারিকদের সঙ্গে পুজোর বৈঠকে বসেন পুলিশ কমিশনার। তিনি থানা ও ট্রাফিক গার্ডের আধিকারিক ও কর্মীদের নির্দেশ দেন, শহরে যানজট রুখতে তাঁরা যেন একসঙ্গে ব্যবস্থা নেন। কোনও দুর্ঘটনা যদি ঘটে, রাস্তায় যে আধিকারিক ডিউটিতে (Duty) থাকবেন, তাঁকেই আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়ার দায়িত্ব নিতে হবে। আবার ট্রাফিক আধিকারিক বা কর্মীর সামনে যদি আইন ও শৃঙ্খলাজনিত কোনও সমস্যা বা অপরাধ ঘটে, তাঁকেই তা দমনের ব্যবস্থা নিতে হবে। বিভিন্ন রাস্তার মোড় ও মেট্রোরেলে পুলিশ পুজো মণ্ডপে যাওয়ার সাইনেজ রাখবে।
লালবাজার (Lalbazar) জানিয়েছে, চতুর্থীর বিকেল থেকে কলকাতায় ট্রাফিক পুলিশ-সহ প্রায় আট হাজার পুলিশ নামবে। পঞ্চমী থেকে নবমী পর্যন্ত রাস্তায় থাকবে ১৪ হাজার পুলিশ। দায়িত্বে থাকবেন ১৮ জন ডিসি (DC), ৮২ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ২৩০ জন ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিক। ৫১টি ওয়াচ টাওয়ারে নাইট বাইনোকুলার নিয়ে নজর রাখবে পুলিশ। সাতটি ঘাটে হবে ওয়াচ টাওয়ার (Watch Tower)। এছাড়া থাকবে –
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.