Advertisement
Advertisement

ভিআইপি রোডে মদ্যপ চিকিৎসকের দাদাগিরি, হুমকি পুলিশকে

আপাতত শ্রীঘরে ওই চিকিৎসক৷

Kolkata: Drunk doctor rams bikers,misbehave with cops
Published by: Sayani Sen
  • Posted:August 27, 2018 7:17 pm
  • Updated:August 27, 2018 7:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মদ্যপ অবস্থায় দাদাগিরি৷ শহর থেকে শহরতলি এই ঘটনা নতুন কিছু নয়৷ এবার এই ঘটনার সাক্ষী রইল বাগুইআটি সংলগ্ন ভিআইপি রোড৷ এক চিকিৎসকের কীর্তিতে হতবাক পুলিশ আধিকারিকরাও৷ মদ্যপ অবস্থার নানা কীর্তির জেরে যদিও শ্রীঘরে যেতে হয়েছে তাকে৷

[কলেজে ভরতিতে তোলাবাজির প্রতিবাদ, শহরে আক্রান্ত যাদবপুর ও প্রেসিডেন্সির পড়ুয়ারা]

বাগুইআটি সংলগ্ন ভিআইপি রোড দিয়ে দ্রুত গতিতে গাড়ি চলছে৷ সোমবার ঘড়ির কাঁটায় তখন বিকেল পাঁচটা-সাড়ে পাঁচটা হবে৷ অফিস ফিরতিদের ভিড় সবেমাত্র রাস্তার আশেপাশে বাড়তে শুরু করেছে৷ দুপুরের ক্লান্তি ভুলে রাস্তায় বাড়তে শুরু করেছে বাসের সংখ্যাও৷ এমন সময় এক চিকিৎসক নিজেই গাড়ি চালিয়ে ব্যস্ত রাস্তা দিয়ে যাচ্ছিলেন৷ ভিআইপি রোড দিয়েই বাইক নিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি৷ আচমকাই পিছন দিক থেকে ওই বাইকে ধাক্কা মারেন তিনি৷ এরপর গাড়ি নিয়ে পালানোরও চেষ্টা করেন ওই চিকিৎসক৷ কিন্তু দুর্ঘটনার পরই হইচই শুরু হয়ে যায়৷ পুলিশও চলে আসে ঘটনাস্থলে৷ সুযোগ বুঝে সময় মতো নিরাপত্তার বেড়াজাল ভেঙে পালাতে পারেনি ওই চিকিৎসক৷ পুলিশই বাধ সাধে৷ হাতেনাতে গাড়ি-সহ পাকড়াও করা হয় ওই চিকিৎসককে৷ চিকিৎসককে হাতেনাতে ধরার পরে পুলিশ বুঝতে পারে সে মদ্যপ৷ একে বাইকচালককে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা আবার তার উপর মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জোড়া অভিযোগে তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়৷

Advertisement

[নিম্নচাপ সরতেই স্বস্তিতে রাজ্য, দু’দিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা]

এত কিছুর পরেও কোনও ভ্রূক্ষেপ নেই ওই চিকিৎসকের৷ পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে সে৷ এমনকী পুলিশকে লক্ষ্য করে নানা মন্তব্য করতে শুরু করে মদ্যপ চিকিৎসক৷ নিজেকে প্রভাবশালী বলেও দাবি করতে থাকে সে৷ অবশেষে পুলিশ ওই মদ্যপ যুবককে গ্রেপ্তার করে৷ এদিকে, দুর্ঘটনাগ্রস্ত ওই ব্যক্তির শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক৷ স্থানীয় এক নার্সিংহোমে চিকিৎসা চলছে তাঁর৷   

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement