Advertisement
Advertisement

Breaking News

বেঙ্গালুরু থেকে উড়িয়ে আনা হল হৃদপিণ্ড, অঙ্গদানে নয়া ইতিহাস কলকাতার

গ্রিন করিডোরের মধ্যে দিয়েই বিমানবন্দর থেকে বাইপাসের আনন্দপুর পৌঁছল মৃত যুবকের হৃদপিণ্ড৷ দেখুন ভিডিও

Kolkata creates history with first ever heart transplantation
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 21, 2018 11:16 am
  • Updated:May 21, 2018 1:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অঙ্গদানে নয়া ইতিহাস গড়ল কলকাতা৷ পূর্বভারতে এই প্রথম বেঙ্গালুরু থেকে আকাশপথে কলকাতায় আনা হল মৃত যুবকের হৃদপিণ্ড৷ প্রায় এক হাজার ৬৯৭ কিলোমিটার পথ পেরিয়ে বিশেষ বিমানে আনা হল বিশেষজ্ঞ চিকিৎকদের৷ সোমবার অফিস টাইমের চাপ এড়িয়ে বিমানবন্দর থেকে বাইপাসের আনন্দপুর পর্যন্ত গ্রিন করিডোরের ব্যবস্থা করে নয়া নজির গড়ল বিধাননগর কমিশনারেট ও কলকাতা পুলিশ৷ মাত্র ১৮ মিনিটে বিমানবন্দ থেকে আনন্দপুর হাসপাতালে হৃদপিণ্ড নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে৷ শুরু হয়েছে অস্ত্রোপচারের কাজ৷

জানা গিয়েছে, পথ দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে চেন্নাইয়ের স্পর্শ হাসপাতালে ভরতি হন বরুণ ডিকে৷ গত ১৯ মে তিনি ওই হাসপাতালে ভরতি হন৷ রবিবার ব্রেন ডেথের কথা জানান চিকিৎসকরা৷ এরপরই বরুণের পরিবারের তরফে অঙ্গদানের ইচ্ছা প্রকাশ করা হয়৷ শুরু হয় অঙ্গ প্রতিস্থাপনের প্রক্রিয়া৷ ওই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ ফোর্টিস হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে৷ বরুণের শরীরের নমুনার সঙ্গে কলকাতা ফোর্টিস হাসপাতালে ভরতি থাকা এক রোগীর মিল পাওয়া যায়৷

Advertisement

[সিভিক ভলানটিয়ার খুনের ঘটনায় নয়া মোড়, অবশেষে গ্রেপ্তার স্বামী]

হাসপাতাল সূত্রে খবর, ঝাড়খণ্ডের বাসিন্দা দিলচাঁদ সিং হার্টের সমস্যায় ভুগছিলেন৷ দিলচাঁদের হৃদপিণ্ড প্রতিস্থাপনের প্রয়োজনও ছিল৷ এদিন দিলচাঁদের শারীরিক পরীক্ষার পর দেখা যায়, বরুণের হৃদপিণ্ড গ্রহণ করতে পারবে ঝাড়খণ্ডের ওই বাসিন্দা৷ ৩০ জনের দল অস্ত্রোপচার করবে৷ এক মুহূর্ত সময় নষ্ট না করে তড়িঘড়ি চেন্নাই ফোর্টিসের সঙ্গে যোগাযোগ করা হয়৷ শুরু হয় অঙ্গ প্রতিস্থাপনের কাজ৷ বেঙ্গালুরু থেকে ডাক্তার উড়িয়ে এনে বরুণের দেহ থেকে তুলে নেওয়া হয় হৃদপিণ্ডটি৷ সেটিকেই কলকাতায় পাঠানোর ব্যবস্থা করা হয়৷ সঙ্গে বিশেষ বিমানে বেঙ্গালুরুর বিশেষজ্ঞ ডাক্তারদেও আনার হয় কলকতায়৷

চেন্নাই থেকে কলকাতা বিমানবন্দর ও পরে সেখান থেকে কলকাতা ফোর্টিস পর্যন্ত কয়েক কিলোমিটার পথে গ্রিন করিডোরের ব্যবস্থা করে বিধাননগর পুলিশ ও কলকাতা পুলিশ৷ কলকাতা বিমানবন্দর থেকে উল্টোডাঙ্গা হয়ে বাইপাসের ধারে ফোর্টিস হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়৷ পূর্বভারতে প্রথম প্রায় এক হাজার ৬৯৭ কিলোমিটার পথ পেরিয়ে হৃদপিণ্ড আকাশ পথে উড়িয়ে আনার হল, তাও এক সাধারণ রোগীর জন্য৷ গোটা এই কর্মকাণ্ডের পেছনে রাজ্য সরকার ও অঙ্গ-প্রতিস্থাপন সংস্থার যৌথ উদ্যোগে চলছে বলে জানা গিয়েছে৷

[দোকানে ঢুকে যুবতীকে দেখে গোপনাঙ্গ প্রদর্শন, গ্রেপ্তার অভিযুক্ত]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement