অর্ণব আইচ: কসবার কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর হামলার পর ইন্টিলিজেন্স নেটওয়ার্কে জোর দিতে নির্দেশ কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মার। শনিবারের সমস্ত থানার ওসি এবং গোয়েন্দা দপ্তরকে নিয়ে বৈঠকে বসেছিলেন তিনি। সেখানেই একাধিক নির্দেশ দিয়েছেন।
বলা হয়েছে, নিজেদের এলাকায় সন্দেহভাজনদের উপর নজরদারি আরও বাড়াতে হবে। নেটওয়ার্ক আরও ভালো করতে নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর সাফ কথা, কসবার ঘটনার পুনরাবৃত্তি রুখতে ডিডি অর্থাৎ গোয়েন্দা দপ্তরের অফিসারদের আরও সক্রিয় হতে হবে। শহরের অস্ত্র কারবারি ও সরবরাহকারীদের চিহ্নিত করে ধরপাকড় বাড়াতে হবে। এলাকায় নজরদারি বাড়াতে হবে।
আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের ঘটনায় তীব্র বিতর্কে জড়িয়েছিল টালা থানা। বার বার প্রশ্নের মুখে পড়ে পুলিশের ভূমিকা। আন্দোলনে চাপে তৎকালীন কলকাতা পুলিশ কমিশনারকে সরিয়ে দেয় নবান্ন। তাঁর পদে আসেন মনোজ ভার্মা। বৈঠকে টালা থানার প্রসঙ্গও ওঠে বৈঠকে। এ প্রসঙ্গে কমিশনারের নির্দেশিকা, সমস্ত থানাকে ময়নাতদন্তের চালান শুরু করতে হবে। অস্বাভাবিক মৃত্যুর পর দেহ মর্গে ময়নাতদন্তে পাঠানোর সময় চালান এখন থেকে বাধ্যতামূলক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.