Advertisement
Advertisement

Breaking News

Kolkata Corporation

পথেঘাটে ঋতুস্রাবে এবার চিন্তা নেই, ‘মনিকা’ সেন্টারে মিলবে স্যানিটারি প্যাড, উদ্যোগী পুরসভা

কলকাতার ১৪৪টি ওয়ার্ডেই থাকবে এই মণিকা সেন্টার।

Kolkata Corporation to start Monica center to help women during periods | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Anwesha Adhikary
  • Posted:April 4, 2023 10:42 am
  • Updated:April 4, 2023 11:43 am  

অভিরুপ দাস: আচমকা শুরু হয়েছে ঋতুস্রাব। ব‌্যাগে স‌্যানিটারি প‌্যাড নেই। বিপাকে পড়েন পথচলতি তরুণীরা। এমন সময়ে ওষুধের দোকান খোঁজা সমস‌্যার। সে কথা চিন্তা করে কলকাতার কোণায় কোণায় এবার স‌্যানিটারি প‌্যাডের ব‌্যবস্থা। রজঃস্বলা নারীদের জন‌্য এবার কলকাতা পুরসভার বিশেষ উপহার ‘মণিকা।’

মেয়র পারিষদ স্বপন সমাদ্দার জানিয়েছেন, এখনও মণিকা নামটা চূড়ান্ত হয়নি। দু’তিনটি নাম মাথায় আছে। তার মধ্যেই একটিকে পছন্দ করা হবে। দ্রুত চালু করা হবে নারীদের জন‌্য এই বিশেষ সেন্টার। দেশের হাতেগোনা কয়েকটি সংস্থা ঋতুস্রাব চলাকালীন ছুটি দিলেও অধিকাংশ অফিসে তা মেলে না। কর্মব‌্যস্ত জীবনে নারীদের তার মধ্যেই বেরেতে হয় রাস্তায়।

Advertisement

[আরও পড়ুন: গরুর দড়ি ফেরি করে হাতেখড়ি, তারপর বিশাল ব্যবসা, উল্কাগতিতে লতিফের চমকপ্রদ উত্থান!]

অনেক সময়েই আকস্মিক শুরু হয় ঋতুস্রাব। কাপড়ে দাগ লুকোতে আর চিন্তায় পড়তে হবে না। মেয়র পারিষদ স্বপন সমাদ্দার জানিয়েছেন, পুরসভার ১৪৪টি ওয়ার্ডেই একেকটি সেন্টার করা হবে। সেখানে থাকবে স‌্যানিটারি প‌্যাড, বাথরুম, আলাদা ড্রেস চেঞ্জিং রুম। ব‌্যবস্থা এমন রাখা হয়েছে, আকস্মিক ঋতুস্রাব শুরু হলে বিপাকে পড়তে হবে না কোনও নারীকে। গেলেই মিলবে সবরকম সুবিধা।

মেয়র পারিষদ স্বপন সমাদ্দার জানিয়েছেন, শুধু স‌্যানিটারি প‌্যাডের ব‌্যবস্থা নয়, মহিলাদের এই বিশেষ সেন্টারগুলিতে থাকবে ওয়েটিং রুম। চাইলে কেউ সেখানে বসে ল‌্যাপটপে কাজ করতে পারেন। থাকবে বিশুদ্ধ পানীয় জলের ব‌্যবস্থা। নিরাপত্তার স্বার্থে প্রতি সেন্টারে মহিলা পরিচালিকার ব‌্যবস্থা থাকছে। নতুন ‌‘মণিকা’র পাশাপাশি পুরনো শৌচালয়গুলিরও আধুনিকীকরণ করছে পুরসভা। গড়িয়া মহাশ্মশান, নারকেলডাঙা নর্থ রোড, ৯৭ নম্বর ওয়ার্ডে নেতাজি সুভাষ রোড, ৪ নম্বর ওয়ার্ডের দমদম রোডের ঝাঁ-চকচকে শৌচালয় রীতিমতো চমকে দেওয়ার মতো।

[আরও পড়ুন: উড়ে গেল পাখি! ১৭ বছর পর টুইটারের লোগো পালটে দিলেন মাস্ক]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement