Advertisement
Advertisement

নেচে নেচেই পুজোয় ভিড় সামলালেন কলকাতা পুলিশের কর্মী, ভাইরাল ভিডিও

ভিডিওটি না দেখলে মিস করবেন৷

Kolkata cop lauded for traffic control effort during Pujas
Published by: Kumaresh Halder
  • Posted:October 20, 2018 7:18 pm
  • Updated:October 20, 2018 7:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শহরে যখন জনপ্লাবন, ঠিক তখনই নাওয়া-খাওয়া ভুলতে বসেন ওঁরা৷ পরিবার ছেড়ে উৎসবের দিনগুলিতে রাতের পর রাত জেগে পালন করেন নিজের দায়িত্ব৷ সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়ার দায় যেন আরও বেশ করে মাথায় চেপে বসে ওঁদের৷ পরিবারের জন্য মন উতলা হয়ে উঠলেও দায়বদ্ধতার কাছে বারংবার হার মানতে বাধ্য হন রাজ্যের কয়েক হাজার পুলিশ কর্মী৷ কারণ, দর্শনার্থীদের নিরাপত্তাযর সব দায় যে তাঁদের ঘাড়েই৷ ফলে, উৎসবের আনন্দ, আবেগ, পরিবারকে দূরে সরিয়ে রাতভর রাজপথের দখল নিতেই দেখা যায় পুলিশ কর্মীদের৷ কিন্তু, শত দায়-দায়িত্বের মাঝেও নিজের মতো করে উৎসবে মেতে উঠলেন কলকাতা পুলিশের এক কনস্টেবল৷ রীতিমতো নেচে নেচে মণ্ডপে ভিড় সামলালেন৷ মুখে বাঁশি বাজিয়ে নাচের ভঙ্গিতে হাত নেড়ে দর্শনার্থীদের চমকে দিলেন পুলিশকর্মী ইলিয়াস মিঞা৷

[গঙ্গা দূষণ রুখতে প্রতিমা বিসর্জনে কড়াকড়ি কলকাতা পুরসভার]

আপাতত, সোশ্যাল মিডিয়ার হাত ধরে রাতারাতি জনপ্রিয়তা ও লালবাজারের কর্তাদের প্রশংসা কুড়িয়ে নিয়েছেন ইলিয়াস৷ ২৭ সেকেন্ডের ছোট একটি ভিডিও হাতবদল হয়ে ঘুরছে সোশ্যাল দুনিয়ায়৷ ভিডিওটিতে দেখা যাচ্ছে, সবুজ চেয়ারে পা রেখে মুখে বাঁশি বাজিয়ে দর্শনার্থীদের সামনে দাঁড়িয়ে কলকাতা পুলিশ কনস্টেবলের ইলিয়াস মিঞা৷ রীতিমতো নাচের ভঙ্গিতে দু’হাত তুলে দুলে দুলে দর্শনার্থীদের ভিড় সামালদেন৷

Advertisement

 

[প্রতিমা নিরঞ্জনে গিয়ে গঙ্গায় তলিয়ে মৃত্যু যুবকের]

পুলিশকর্মীর এই ঘটনা সামনেই আসতে লালবাজারের অন্দরে আলোড়ন ফেলে দেয়৷ ওঠে প্রশংসার ঝড়৷ উৎসবের মেজাজে দক্ষিণ কলকাতার এক পুজো মণ্ডপে ভিড় সামলানোর ভিডিওটি কলকাতা পুলিশের নিজস্ব টুইটার পেজেও দেওয়া হয়৷ সেখানে ইলিয়াসের প্রশংসা করে লেখা হয়, ‘‘উত্তরবঙ্গের ছেলে, নাম ইলিয়াস মিঞা। কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সের কনস্টেবল। পুজোর ডিউটি ছিল ‘ত্রিধারা’র মণ্ডপে। চতুর্থী থেকে নবমী লাগাতার এভাবেই ঘণ্টার পর ঘণ্টা বাঁশি বাজিয়ে নিজস্ব ভঙ্গিতে ভিড় সামলেছেন। অবিশ্বাস্য প্রাণশক্তির ভাণ্ডার নিয়ে।’’ কলকাতা পুলিশের ওয়ালে ভিডিও পোস্ট হতেই ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি৷ ২১ ঘণ্টায় ৩৩৭৭ দেখেও ফেলেন ভিডিও৷ যতই সময় এগোচ্ছে, ততই বাড়ছে ভিডিওর দর্শকের সংখ্যা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement