সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরজি কর হাসপাতালে উঠল শিশু চুরির চাঞ্চল্যকর অভিযোগ। সিসিটিভি ফুটেজে শিশুটিকে কোলে নিয়ে এক মহিলাকে বেরিয়ে যেতে দেখা যাচ্ছে। তারপরেও কেন সেই শিশু চোর মহিলাকে চিহ্নিত করল না হাসপাতাল কর্তৃপক্ষ, তানিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে৷ গোটা ঘটনায় আরজি কর হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ করেছেন নিখোঁজ শিশুর পরিবারের লোকজন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতালে।
জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত গত ১৯ সেপ্টেম্বর৷ ওই দিন শারীরিক অসুস্থতার কারণে শিশুটিকে নিয়ে হাসপাতালে এসেছিলেন তার মা৷ এরপর হাসপাতাল থেকেই শিশুটি নিখোঁজ হয়ে যায়৷ ওয়ার্ডে ভরতি থাকাকালীন কী করে বেড থেকে শিশু উধাও হল, তা নিয়ে জলঘোলা শুরু হয়েছে৷ তাছাড়া হাসপাতাল চত্বরে নজরদারি ক্যামেরা রয়েছে৷ সেখানে স্পষ্টই দেখা গিয়েছে, শিশুটিকে কোলে নিয়ে এক অপরিচিত মহিলা হাসপাতালে থেকে বেরিয়ে যাচ্ছে৷ শিশু ওয়ার্ড থেকে বাচ্চাকে নিয়ে বিনা বাধায় বেরিয়ে গেল মহিলা, দৃশ্যটি কোনও কর্তব্যরত নার্সের নজরেই এল না৷ অভিযোগ, এরপর শিশু চুরির ঘটনায় বাচ্চার পরিজনরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে নালিশ করলেও তড়িঘড়ি কোনওরকম পদক্ষেপ নিতে দেখা গেল না৷ গোটা ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের দিকেই অভিযোগের আঙুল উঠেছে৷ টালা থানায় শিশু চুরির অভিযোগ দায়ের করেছে বাচ্চার পরিবার৷
বলা বাহুল্য, এই ঘটনার পর ১২দিন কেটে গিয়েছে৷ শিশু চোরকে ধরতে হাসপাতাল কর্তৃপক্ষ কোনওরকম ব্যবস্থা নেয়নি৷ অভিযোগ, সিসিটিভি ফুটেজে সন্দেহজনক মহিলাকে শিশু কোলে নিয়ে বেরিয়ে যেতে দেখেও কোনও উচ্চবাচ্য নেই আরজি কর কর্তৃপক্ষের৷ গোটা ঘটনায় শুরু হয়েছে বিতর্ক৷
উল্লেখ্য, গত বছর ১৪ মার্চে এমনই এক শিশু চুরির ঘটনা ঘটে কলকাতা মেডিক্যাল কলেজে৷ পরে দেখা যায় শিশুটিকে চুরি করে সন্দেহজনক মহিলা সেন্ট্রাল মেট্রো স্টেশন থেকে পালিয়ে যাচ্ছে৷ সিসিটিভিতে শিশু কোলে মহিলাকে দেখা গিয়েছে৷ ওই মহিলাকে ধরতে পারলে এক লক্ষ টাকা পুরস্কারও ঘোষণা করেছিল পুলিশ৷ অভিযোগ, পরীক্ষার নাম করে বেড থেকে শিশুকে তুলে নিয়ে গিয়েছিল ওই মহিলা৷ তবে দীর্ঘক্ষণ কেটে যাওয়ায় বাচ্চাকে দেখতে না পেয়ে মা সরস্বতী নস্করের সন্দেহ হয়৷ তিনি কর্তব্যরত নার্সকে বিষয়টি জানালে খোঁজাখুঁজি শুরু হয়৷ তবে শিশু-সহ সেই সন্দেহজনক মহিলাকে আর দেখা যায়নি৷ এবার শিশু চুরির ঘটনা ঘটল আরজি কর হাসপাতালে৷ গোটা ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের তৎপরতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.