Advertisement
Advertisement
Kolkata celebrates Christmas eve, WB CM Mamata Banerjee at Portuguese church

Christmas 2021: উৎসবের আনন্দে শামিল মুখ্যমন্ত্রী, ক্রিসমাস ইভে হাজির ব্রেবোর্ন রোডের পর্তুগিজ চার্চে

মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান আর্চ বিশপ।

Kolkata celebrates Christmas eve, WB CM Mamata Banerjee at Portuguese church । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:December 24, 2021 10:13 pm
  • Updated:December 24, 2021 10:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শহরজুড়ে আলোর রোশনাই। বড়দিনের আনন্দে ভাসছে তিলোত্তমা। ক্রিসমাসের আগের রাতে ব্রেবোর্ন রোডের পর্তুগিজ চার্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। অনুষ্ঠানের সূচনা করেন তিনি। আর্চ বিশপ তাঁকে স্বাগত জানান। এরপর চার্চের অনুষ্ঠানে অংশ নেন বাংলার মুখ্যমন্ত্রী। 

করোনা (Coronavirus) আবহে কেটেছিল গত বছরের বড়দিন। আতঙ্কে বাড়ি থেকে বেরোননি অনেকেই। তবে চলতি বছর করোনা আতঙ্ক কাটিয়ে রাস্তায় বেরিয়েছেন সাধারণ মানুষ। আলোয় ভরা পার্ক স্ট্রিটে ক্রিসমাস ইভ থেকেই মানুষের ঢল। ইতিমধ্যেই চার্চে ভিড় জমতে শুরু করেছে। কারও গন্তব্য আবার বো বারাক। এক কথায় বলাই যায়, উৎসবের আনন্দে গা ভাসিয়েছেন আমজনতা।

Advertisement

[আরও পড়ুন: দিঘায় বেড়াতে গিয়ে কাঁকড়া খেয়ে মৃত্যু বীরভূমের তরুণীর]

উৎসবের আনন্দে শামিল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ক্রিসমাস (Christmas 2021) ইভে বেব্রোর্ন রোডের পর্তুগিজ চার্চে যান তিনি। তাঁকে স্বাগত জানান আর্চ বিশপ। ফিতে কেটে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী। গির্জায় অনুষ্ঠানে অংশ নেন তিনি।

Mamata

এদিকে, বড়দিনে পার্ক স্ট্রিটে ভিড় সামাল দিতে আগেভাগেই প্রস্তুত ছিল কলকাতা পুলিশ। জোরদার করা হয়েছে তিলোত্তমার নিরাপত্তা। পার্ক স্ট্রিট ও শেক্সপিয়র সরণি এলাকার রাস্তায় নেমেছে মহিলা পুলিশের বিশেষ ২৫ জনের বাহিনী। ভিড়ের মধ্যে পার্ক স্ট্রিটে ইভটিজিং ও শ্লীলতাহানির সম্ভাবনা থাকে। সেই বিষয়টি মাথায় রেখেই পুলিশের এই বিশেষ মহিলা টিম তৈরি করা হয়েছে। ওই টিমের ২৫ জন সাদা পোশাকের মহিলা পুলিশকর্মী ও আধিকারিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন রাস্তায়। কোনও তরুণ ভিড়ের মধ্যে শ্লীলতাহানি, ইভটিজিং করলে অথবা কোনও তরুণীকে ইভটিজিংয়ের শিকার হতে দেখলে সঙ্গে সঙ্গেই তাকে ধরবেন ওই টিমের সদস্যারা।

বিশেষ কন্ট্রোল রুম তৈরি হয়েছে। পার্ক স্ট্রিট মোড়ে ওয়াচ টাওয়ার থেকে নজরদারির বন্দোবস্ত রয়েছে। এছাড়া নজরদারির জন্য লাগানো হয়েছে সিসিটিভি। বড়দিনে মেট্রোর সংখ্যাও বাড়ছে। ২২০টির বদলে ২৩০টি মেট্রো চালানোর সিদ্ধান্ত। দক্ষিণেশ্বর এবং পার্ক স্ট্রিট স্টেশনে ৪টি করে মোট ৮টি বাড়তি টিকিট কাউন্টার খোলার কথা।

[আরও পড়ুন: পরকীয়ার টান? ৫ বছরের ছেলেকে নিয়ে উধাও পিংলার গৃহবধূ, ঘনাচ্ছে রহস্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement