Advertisement
Advertisement

Breaking News

Bhaiphota

বদলাচ্ছে সময়, ভ্রাতৃদ্বিতীয়ায় ভাইদের পাশাপাশি কলকাতায় ছকভাঙা ‘বোনফোঁটা’র হিড়িক

ঋতাভরী চক্রবর্তীকে ফোঁটা দিয়েছেন দিদি চিত্রাঙ্গদা।

Kolkata celebrates Bon Phona, actress Ritabhari Chakraborty also took part to this exceptional rituals | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:October 27, 2022 2:05 pm
  • Updated:October 27, 2022 2:08 pm  

অভিরূপ দাস: ‘বোনের কপালে দিলাম ফোঁটা/ যমের দুয়ারে পড়লো কাঁটা।’ শুধু ভাই নয়। সহোদরার কপালে ফোঁটা দেওয়ার হিড়িক শহরজুড়ে। ভ্রাতৃদ্বিতীয়া (BhaiPhota)তিথি শুরু হয়েছে বুধবার দুপুর ২টো ৪২ মিনিট থেকে। রয়েছে বৃহস্পতিবার ১২ টা পঁয়তাল্লিশ পর্যন্ত। ভাইদের কপালে ফোঁটা দিয়ে দীর্ঘায়ু কামনা করছেন বোনেরা। যে বাড়িতে ভাই নেই? তিন তিনটে বোন। তাঁদের মঙ্গল কামনা কে করছেন? দিদিরাই কোমর বেঁধে নেমেছেন বোনেদের জন‌্য।

Advertisement

গত বছরের কথা। অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty) বোন ফোঁটা দিয়েছিলেন দিদি চিত্রাঙ্গদাকে। এবছর দিদি দূরে। ঋতাভরী জানিয়েছেন, ভারচুয়ালি ফোঁটা দেবেন দিদিকে। দিদির মঙ্গল কামনা করবেন। তাঁর কথায়, ”এই বোনফোঁটা আজকের নয়। মা ও দিদিমা আমাদের শিখিয়েছিলেন। বড় হওয়ার পর আমরা দু’জন অন্য অন্য শহরে থাকতে শুরু করি। সব কিছু সামলে ভাইফোঁটার দিনটা ছোটবেলায় ফিরে যেতে চাই।”

[আরও পড়ুন: পুরুষ ও মহিলা ক্রিকেটারদের একই ম্যাচ ফি, ভাইফোঁটায় ঐতিহাসিক ঘোষণা বিসিসিআইয়ের

বিশেষ বোনফোঁটার আয়োজন করেছেন ইন্দ্রাণী গঙ্গোপাধ‌্যায়। সমাজের নানান ক্ষেত্রের বিশিষ্ট মহিলারা হাজির সেখানে। ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনে আয়োজিত হয়ে গেল সেই বোনফোঁটার। সূত্রের খবর, টলি-পাড়ার অভিনেত্রীরা ছাড়াও মন্ত্রী শশী পাঁজাও হাজির থাকবেন ফোঁটা নিতে। চন্দন, মধু, দধি, ধান, দুর্বা, ধূপ, দীপ এবং মিষ্টি সাজিয়ে ফোঁটা দেওয়া হল সমাজের নানান ক্ষেত্রের বিশিষ্ট মহিলাদের।

[আরও পড়ুন: ফেসবুকে আপত্তিকর ছবি পোস্টের হুমকি, প্রেমিককে পুলিশের হাতে তুলে দিতে ফাঁদ পাতলেন তরুণী]

বুধবার ভাইফোঁটার সকালে সোশ‌্যাল সাইট (Social Media)উপচে পড়ছে বোনফোঁটার ছবিতে। বোনফোঁটা পালিত হয়েছে সোনাগাছিতেও। দুর্বার (Durbar) মহিলা সমন্বয় কমিটির মুখপাত্র মহাশ্বেতা মুখোপাধ্যায় জানিয়েছেন, সোনাগাছিতে যৌনকর্মীরা নিজেরা নিজেদের ফোঁটা দিয়েছেন। কামনা করেছেন দীর্ঘায়ুর। শুধু ভাইদের জন‌্য উপহার। এমন দিন অতীত। শাড়ির ব‌্যবসায়ী মৃত্তিকা মুখোপাধ‌্যায় ফোঁটা দিয়েছেন তিন মাসতুতো বোনকে। তাঁর কথায়, ”পুরুষতান্ত্রিক সমাজে শুধুমাত্র ছেলেরাই ফোঁটা পাবে, এমন একটা ধারণা চলে আসছে। এতদিন আমি ভাইদের ফোঁটা দিয়েছি। এবার একটু অন‌্য পথে হেঁটে বোন ফোঁটার আয়োজন করলাম। বোনের মাথায় ধান দুর্বা দিয়ে দিদি আশীর্বাদ করেছেন। দিয়েছেন চন্দনের ফোঁটা। সামনে ধরে দিয়েছেন মিষ্টির প্লেট।” 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement