সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝেরহাট কাণ্ডের তদন্ত শেষ হওয়ার আগে কাজ শুরু হবে না। তদন্ত কমিটি রিপোর্ট দেওয়ার পরই ব্রিজ সারাইয়ের কাজ শুরু হবে। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে একথা জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের জবাব দিতে গিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের অভিযোগ মুখ্যমন্ত্রী উদ্দেশ্যপ্রণোদিতভাবে মাঝেরহাট ব্রিজের কাজ শুরু করতে চাইছেন না। আসলে কোনও একজন নির্দিষ্ট ব্যক্তিকে তিনি টেন্ডার পাইয়ে দেওয়ার চেষ্টা করছেন। আর সেকারণেই যত ঢিলেমি।
এদিন, সাংবাদিক বৈঠকে আরও একবার মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, মেট্রোর কাজের জন্যই ব্রিজ দুর্বল হয়ে গিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দেন, তদন্ত কমিটির রিপোর্ট না আসা পর্যন্ত মেট্রোর কাজও বন্ধ রাখতে হবে। এদিন তারও পালটা দেন বিজেপি রাজ্য সভাপতি। দিলীপ ঘোষ দাবি করেন, “মেট্রোর উপর দোষ চাপিয়ে আসলে নিজের দায় এড়াচ্ছেন মুখ্যমন্ত্রী।” তিনি সমস্যা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। দিলীপের দাবি, “মেট্রো প্রকল্পও মমতার ইচ্ছেতেই হয়েছে। দীর্ঘদিন ধরে মেট্রোর কাজ আটকে ছিল। মুখ্যমন্ত্রীই নতুন করে কাজ শুরু করিয়েছেন। তাছাড়া যদি মেট্রোর কাজে ব্রিজের সমস্যাই হতো তাহলে বিশেষজ্ঞরা মেট্রোর কাজ শুরুর অনুমতিই দিত না। তাছাড়া এখনও কোনও বিশেষজ্ঞ বলেননি যে মেট্রোর কাজের জন্য সমস্যা হয়েছে।”
বিজেপি রাজ্য সভাপতির সাফ দাবি, ব্রিজ ভাঙার দায় রাজ্যের পূর্ত দপ্তরের। রক্ষণাবেক্ষণের অভাবেই রাজ্যের সেতুগুলি ধুঁকছে। তিনি বলেন, “ওনার এক মন্ত্রী একটি বেফাঁস মন্তব্য করে ফেলেছেন। তাঁকে আড়াল করতেই মুখ্যমন্ত্রী এখন মেট্রোর উপর দায় চাপাচ্ছেন। শুধু নীল-সাদা রং করে দিলেই উন্নয়ন হয় না। রং দিয়ে সমস্যা চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে।” দিলীপের দাবি, “মুখ্যমন্ত্রী খালি অন্যের ঘাড়ে দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন, সমস্যার গভীরে গিয়ে সমাধানের চেষ্টা করার কোনও ইচ্ছেই নেই তাঁর।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.