অর্ণব আইচ: পুলিশের চোখ এড়াতে চলন্ত গাড়িতে ঘুরে ঘুরে অনলাইনে জুয়ার ‘আসর’ বসিয়েছিল কুখ্যাত ক্রিকেট বুকি। পাশে ভাইকে বসিয়ে কোটি টাকার উপর জুয়ার লেনদেন করে ওই ‘বুকি’ তথা জুয়াড়ি। সেই গাড়িটিকে তাড়া করে লর্ড সিনহা রোডের কাছে দাঁড় করান শেক্সপীয়র সরণি থানার আধিকারিকরা। পুলিশের হাতে গ্রেপ্তার হল ক্রিকেট বুকি আনন্দ আগরওয়াল। এর আগে পার্ক স্ট্রিট থানাতেও তার বিরুদ্ধে মামলা ছিল।
পুলিশ জানিয়েছে, সোমবার সন্ধ্যা থেকে শুরু হয় আইপিএলে (IPL) কেকেআর-এর ম্যাচ। কিছুদিন আগেই KKR-এর ম্যাচ চলাকালীন পার্ক স্ট্রিট এলাকা থেকে লালবাজারের গোয়েন্দাদের হাতে ধরা পড়ে ক্রিকেট জুয়াড়িরা। তাদের মধ্যে ছিলেন ব্যবসায়ী ও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টও। তাই এদিনও পুলিশের কড়া নজর ছিল মূলত পার্ক স্ট্রিট ও নিউ মার্কেট (New Market) এলাকায়। গত বছরও কলকাতা পুলিশ পার্ক স্ট্রিট এলাকায় তল্লাশি চালিয়ে কয়েকজন ক্রিকেট জুয়াড়িকে গ্রেপ্তার করেছিল। কিন্তু পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় ক্রিকেট বুকি আনন্দ আগরওয়াল।
সোমবার আইপিএল ম্যাচ শুরু হওয়ার পর শেক্সপিয়র সরণি থানার পুলিশ আধিকারিকদের কাছে খবর আসে যে, ফের আনন্দ আগরওয়াল ক্রিকেট জুয়া পরিচালনা করছে। তার ডেরাগুলিতে তল্লাশি চালিয়েও সন্ধান মেলেনি ওই ক্রিকেট বুকির। তার মোবাইলের সূত্র ধরে পুলিশ শুরু করে সন্ধান। পুলিশ জানতে পারে যে, পার্ক স্ট্রিট, শেক্সপিয়র সরণি থানা এলাকার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে আনন্দ। প্রায় এক ঘণ্টা ‘তাড়া’ করে শেষ পর্যন্ত লর্ড সিনহা রোডে এসে পুলিশ গাড়িটিকে আটকায়। বেগতিক বুঝে গাড়ি থেকে পালিয়ে যায় আনন্দের ভাই। পালানোর আগেই আনন্দকে পুলিশ ধরে ফেলে। তার কাছ থেকে একাধিক মোবাইল ফোন উদ্ধার হয়েছে। ধরা পড়েছে গাড়িটিও।
পুলিশের দাবি, মূলত হোয়াটসঅ্যাপেই সে চালাচ্ছিল অনলাইন ক্রিকেট জুয়া। কোনও বাড়ি বা হোটেলে বসে ক্রিকেট বেটিং করলে ধরা পড়ে যেতে পারে বলেই চলন্ত গাড়িতে ক্রিকেট বেটিং চালাচ্ছিল ওই বুকি। তার মোবাইল ফোনের সূত্র ধরে পুলিশ জেনেছে যে, কলকাতায় বসেই মুম্বই, গোয়া, চেন্নাই, হায়দরাবাদ, বেঙ্গালুরুর ক্রিকেট বুকিদের সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগাযোগ রাখছিল আনন্দ। কলকাতার বহু জুয়াড়ি অনলাইনে আনন্দ আগরওয়ালের (Ananda Agarwal) মাধ্যমেই ক্রিকেট জুয়া খেলছিল। এভাবে সোমবার সন্ধ্যায় ধরা পড়ার আগে পর্যন্ত কোটি টাকার উপর ওই ক্রিকেট বুকি লেনদেন করে বলে পুলিশের (Kolkata Police) অভিযোগ। তার মোবাইল ঘেঁটে পুলিশ অন্য শহরের বুকি ও কলকাতার বহু জুয়াড়ির নাম জানতে পেরেছে। এই ক্রিকেট জুয়ার সঙ্গে জড়িত বাকিদের সন্ধান চলছে বলে জানিয়েছে পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.