প্রবেশকারীদের জন্য কোভিড টিকার দু'টি ডোজ নেওয়া বাধ্যতামূলক।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা বইমেলা (Kolkata Book Fair) এবার ভারচুয়াল-ও। কলকাতার মেলা প্রাঙ্গনে না হাজির থেকেও সাক্ষী থাকা যাবে বইমেলার। কোভিড পরিস্থিতিতে বিদেশি দর্শকদের কথা ভেবেই এমন সিদ্ধান্ত নেওয়া হল। সাংবাদিক বৈঠক করে শুক্রবার এমনটাই জানাল গিল্ড। একইসঙ্গে জানিয়ে দেওয়া হল মেলার সূচি এবং থিমও।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিল, কলকাতা বইমেলা শুরু হবে ২০২২ সালের ৩১ জানুয়ারি। চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। দু’সপ্তাহ চলবে মেলা। কোভিড পরিস্থিতির জেরে ২০২০ সালে বন্ধ ছিল বইমেলা। সেই মেলার থিম ছিল ‘বাংলাদেশ’। ২০২২ সালের বইমেলার থিম হচ্ছে সেই বাংলাদেশ-ই। উদযাপিত হবে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম শতবর্ষ। পালিত হবে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর, নেতাজি সুভাষচন্দ্র বসু-র ১২৫তম জন্মবর্ষ, সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ এবং ভারতের স্বাধীনতার ৭৫ বছর।
মেলায় মেনে চলতে হবে কোভিডবিধি। মাস্ক ছাড়া প্রবেশ নিষিদ্ধ। শারীরিক দূরত্ববিধি মেনে চলার জন্য মেলা প্রাঙ্গণ খোলামেলা রাখা ভাবনা নেওয়া হয়েছে। প্রবেশকারীদের জন্য কোভিড টিকার দু’টি ডোজ নেওয়া বাধ্যতামূলক। প্রয়োজনে প্রবেশের জন্য ই-পাসের ব্যবস্থা করা হবে।
কলকাতা বইমেলায় (Kolkata Book Fair) শুধুমাত্র শহর বা রাজ্যের দর্শক নয়, আসেন ভিন রাজ্যে এমনকী, ভিন দেশের সাহিত্যপ্রেমীরাও। কিন্তু কোভিড পরিস্থিতি অনেকে ভিন শহরে আসতে ভয় পাচ্ছেন। তাঁদের কথা ভেবে এক অনন্য উদ্যোগ নিয়েছে গিল্ড। কী সেই উদ্যোগ?
গিল্ডের তরফে জানানো হয়েছে, বিশেষ প্রযুক্তির সাহায্যে ২০২২ সালে কলকাতা বইমেলা উপস্থিত থাকবে গিল্ডের ওয়েবসাইট এবং সমস্ত সোশ্যাল মিডিয়ায়। যাতে পৃথিবীর যে কোনও প্রান্ত থেকে যে কেউ বইমেলা দেখতে পাবেন। তবে অনলাইনে বই কেনা যাবে কি না তা এখনও স্পষ্ট নয়।
প্রসঙ্গত. বইপ্রেমীরা সারাবছর অপেক্ষা করে থাকেন কলকাতা বইমেলার। চলতি বছর অর্থাৎ ২০২১ সালে করোনা বাদ সেধেছে বইমেলায়। বছরের শুরুতে পরিস্থিতি করোনা (Corona Virus) খানিকটা আয়ত্তে এলে মেলার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হলেও তা ফলপ্রসূ হয়নি। কারণ, যতটা সময় এগিয়েছে, বেড়েছে সংক্রমণ। যার জেরে কার্যত লকডাউন পরিস্থিতি তৈরি হয় রাজ্যে। বন্ধ হয়ে যায় ট্রেন-বাস। যার জেরে শেষমেশ আয়োজন করা যায়নি বইমেলার। ফলে মুখ ভার হয়েছিল অনেকেরই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.