Advertisement
Advertisement

Breaking News

Kolkata

ফের খাস কলকাতায় শিশুকে ধর্ষণের চেষ্টা, চিৎকার করে প্রাণ বাঁচাল খুদে

জোড়াবাগানের ঘটনার রেশ কাটতে না কাটতেই ছড়াল চাঞ্চল্য।

Kolkata: 41 yr old Man tried to rape a 7 yr old child | Sangbad Pratidin

ছবি: প্রতীকী।

Published by: Sulaya Singha
  • Posted:February 6, 2021 9:15 pm
  • Updated:February 8, 2021 2:32 pm  

অর্ণব আইচ: জোড়াবাগানে বছর নয়ের শিশুর সঙ্গে পৈশাচিক কাণ্ডের রেশ এখনও কাটেনি। আর তার মধ্যেই খাস কলকাতাতেই (Kolkata) ফের এক শিশুর ধর্ষণের চেষ্টার খবর উঠে এল শিরোনামে। ৭ বছরের শিশুকে ফাঁকা ঘরে নিয়ে গিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে এক প্রতিবেশী।

রিজেন্ট পার্ক পুলিশ সূত্রে খবর, শনিবার বিকেল সাড়ে চারটে নাগাদ এলাকার একটি পার্কে খেলতে গিয়েছিল সাত বছরের শিশুটি। সঙ্গে ছিল তার খুদে বন্ধুরাও। সেই সময়ই বছর একচল্লিশের এক প্রতিবেশী সরমেশ পাল ওই শিশুটির দিকে এগিয়ে আসে। তার সঙ্গে হেসে-হেসে কথা বলতে থাকে। তাকে লটারির টিকিট দেওয়ার প্রলোভন দেখিয়ে বন্ধুদের থেকে দূরে সরিয়ে নিয়ে যায় অভিযুক্ত। অভিযোগ, এরপর শিশুটিকে একটি ফাঁকা ঘরে নিয়ে গিয়ে তার প্যান্ট খুলে দেওয়ার চেষ্টা করে। ভয়ে চিৎকার করে ওঠে সে। ঘটনার আকস্মিকতায় ঘাবড়ে যায় অভিযুক্তও।

Advertisement

[আরও পড়ুন: একুশের ভোটের পর ৩৫ বিধায়ক নিয়ে বিজেপিতে যোগের ছক! শুভেন্দুর ‘ষড়যন্ত্র’ ফাঁস অভিষেকের]

কোনওক্রমে সেখান থেকে পালিয়ে আসে বাচ্চাটি। বাড়ি ফিরে মাকে গোটা ঘটনার কথা জানায় সে। এরপর ‘গুণধর’ প্রতিবেশীর কাণ্ডকারখানার কথা পুলিশকে জানান শিশুটির অভিভাবকরা। তাঁদের অভিযোগের ভিত্তিতেই এদিন সন্ধেয় অভিযুক্তকে গ্রেপ্তার করে রিজেন্ট পার্ক থানার পুলিশ। অভিযুক্তর উচিত শাস্তির দাবি তুলেছে শিশুর পরিবার।

উল্লেখ্য, দিন তিনেক আগেই জোড়াবাগানের বৈষ্ণব শেখ স্ট্রিটের বাড়ি থেকে উদ্ধার হয় বছর নয়ের এক শিশুর দেহ। জোড়াবাগান থানার পুলিশ এবং লালবাজারের (Lal Bazar) গোয়েন্দারা তদন্তে নামে। ঘটনাস্থল থেকে ছুরি, শিশুর পরনের পোশাকের ছেঁড়া অংশ সংগ্রহ করেন ফরেনসিক আধিকারিকরা। ঘটনায় জড়িত সন্দেহে বাড়ির দারোয়ান রাম কুমারকে গ্রেপ্তার করে পুলিশ। জেরায় খুনের কথা স্বীকারও করে ধৃত। সেই ঘটনার পরই রিজেন্ট পার্ক এলাকার এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী।

[আরও পড়ুন: জল্পনাতেই সিলমোহর, ভোটের আগে কলকাতার নয়া পুলিশ কমিশনার সৌমেন মিত্র]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement