সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বউবাজারে (Bow Bazar) ফের বাড়িতে ফাটলের কারণ কী? শুক্রবার সকালে ঘটনাস্থল মদন দত্ত লেন পরিদর্শন করে কারণ জানাল কেএমআরসিএল (KMRCL) কর্তৃপক্ষ। মাটির তলা থেকে জল বেরনোর (Water leak) ফলেই ফাটল ধরেছে বলে প্রাথমিকভাবে জানিয়েছেন বিশেষজ্ঞরা। দু’শোর বেশি বাসিন্দাকে সরিয়ে ফেলা হয়েছে ফাটল ধরা বাড়িগুলি থেকে। তাঁদের হোটেলে থাকার বন্দোবস্ত হয়েছে। দ্রুত বাকিদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস KMRCL’এর। তবে পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক বলেই মনে করছেন মদন দত্ত লেনের বাসিন্দারা।
ইস্ট-ওয়েস্ট (East-West) মেট্রোর জন্য বউবাজার এলাকায় সুড়ঙ্গ খোঁড়ার কাজ চলছে অনেকদিন। মাঝে পুজোর জন্য তা থমকে ছিল। গত শুক্রবার থেকে ফের কাজ শুরু হয়েছে। কেএমআরসিএল সূত্রে জানা গিয়েছে, যে জায়গার বাড়িতে ফাটল দেখা গিয়েছে, সেই মদন দত্ত লেনের ঠিক নিচেই তৈরি হচ্ছিল ক্রস প্যাসেজ তৈরির কাজ। গত শুক্রবার থেকে কাজটি শুরু হয়েছিল। মাটি শক্ত করার জন্য ব্যবহার করা হয় একপ্রকার রাসায়নিক। কিন্তু কাজের সময় দেখা যায়, মাটি থেকে জল লিক করছে। তা মেট্রো কর্মীদের নজরে পড়লেও এত বড় বিপদ হতে পারে, তা আঁচ করতে পারেননি কেউ। এদিন ঘটনার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সেখানে যান ডিসি, সেন্ট্রাল রূপেশ কুমার।
ফাটল ধরা বাড়িগুলির বাসিন্দারা জানাচ্ছেন, ঘুমের মধ্যে বাড়ি কাঁপছিল, সেইসঙ্গে জলও ঢুকছিল দেওয়াল ভেদ করে। তাতেই তাঁরা বেশি আতঙ্কিত হয়ে পড়েন। কেএমআরসিএল সূত্রে জানা গিয়েছে, মাটি থেকে বেরনো জল চুঁইয়ে পড়েই বাড়িগুলিতে ফাটল ধরেছে।
বাসিন্দাদের নিরাপত্তার ব্যবস্থা করেছে কেএমআরসিএল। ২০৩ জনকে সরিয়ে পার্শ্ববর্তী হোটেলে আপাতত রাখা হয়েছে। বাড়িগুলি মেরামতের কাজ শুরু হবে। তারপর তাঁদের ফেরানো হবে বলে জানা গিয়েছে। আর্থিক ক্ষতিপূরণও ঘোষণা করা হয়েছে। ১৫ দিনের মধ্যে সেই টাকা তাঁদের দেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। তবে এই ঘটনায় যে মেট্রোর কাজ ফের শ্লথ হয়ে গেল, তা বলাই যায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.