Advertisement
Advertisement

ঢাকুরিয়া ব্রিজ মেরামতির কাজ শুরু পুরসভার, মূষিক যন্ত্রণার অবসান

খরচ হচ্ছে প্রায় এক কোটি ৪১ লক্ষ টাকা৷

KMC starts working on Dhakuria Bridge to save it from rats
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 27, 2016 12:22 pm
  • Updated:September 27, 2016 12:22 pm  

স্টাফ রিপোর্টার: ইঁদুর দৌরাত্ম থেকে মুক্তি পেল ঢাকুরিয়া ব্রিজ৷ ক্ষতিগ্রস্ত অংশ কংক্রিট করে তার উপর রাস্তা তৈরির কাজ শুরু করল পুরসভা৷ ব্রিজের বাকি অংশর কাজ শেষ করা হবে পুজোর পর৷ সোমবার পুরসভায় এই কথাই জানালেন মেয়র পারিষদ রতন দে জানান, “দীর্ঘদিন ধরে ঢাকুরিয়া ব্রিজের মূষিক যন্ত্রণায় ভুগতে হচ্ছিল সেখানকার বাসিন্দাদের৷ যান চলাচলেরও বিরাট সমস্যা হচ্ছিল৷ পুজোর আগে পুরো ব্রিজের কাজ সম্ভব নয়৷ কিন্তু ইঁদুর তাড়িয়ে সাড়ে সাত হাজার সিমেন্টের ব্যাগ, লিক্যুইডের সঙ্গে কেমিক্যাল মিশিয়ে ক্রংক্রিট করে দেওয়া হয়েছে ক্ষতিগ্রস্ত অংশটি৷ এর পর তার উপর ম্যাস্টিক অ্যাসফল্ট করে তা পুজোয় ব্যবহারের উপযোগী করে খুলে দেওয়া হবে৷” এই পুরো কাজটিরই দায়িত্ব নিয়েছে রাইটস৷ খরচ হচ্ছে প্রায় এক কোটি ৪১ লক্ষ টাকা৷

অন্যদিকে রাস্তা সারাইয়ের কোনও অভিযোগ থাকলে জানান পুরসভার ওয়াটসঅ্যাপ নম্বরে৷ শহরের কোথাও যদি রাস্তা খারাপ থাকার খবর থাকে জানান পুরসভাকে৷ দ্রুত ব্যবস্থা নেবে পুরসভা৷ কার্যত চ্যালেঞ্জের সুরেই কথাগুলি বললেন মেয়র পারিষদ (রাস্তা) রতন দে৷ তাঁর দাবি, “পুরসভা ঠিক করেছিল পুজোর আগেই শহরের সব রাস্তা সারিয়ে দেবে৷ ইতিমধ্যে সেই কাজ শেষ৷ পুরসভার নজরে এমন কোনও রাস্তা নেই যেখানে পরিস্থিতি বেহাল৷ তাই নাগরিকদের কাছেই  আবেদন কোনও খারাপ রাস্তার হদিশ থাকলে জানান পুরসভাকে৷”

Advertisement

রতন দের দাবি, শহরের ছোট-বড় সব রাস্তার কাজই ইতিমধ্যে শেষ করেছে পুরসভা৷ প্রথমে ঠিক করা হয়েছিল মহালয়ের আগে কাজ শেষ করা হবে৷ কিন্তু মেয়র শোভন চট্টোপাধ্যায় পরে নির্দেশ দেন, মহালয়ের আগেই শহরের প্রচুর মানুষের সমাগম হতে শুরু করে৷ পুজোর বাজার রয়েছে৷ ফলে কাজ শেষ করতে হবে ২৫ সেপ্টেম্বরের মধ্যে৷ সেই নির্দেশ মতো সব রাস্তার কাজ শেষ৷ যে দু’-একটি জায়গায় কাজ চলছে তাও মঙ্গলবারের মধ্যে শেষ হয়ে যাবে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement