ক্ষীরোদ ভট্টাচার্য: আসছে বছর যে বাড়িটার দেড়শো বছর পূর্তি হবে, তারই গায়ে পড়ল ছেনি-হাতুড়ির ঘা। ভেঙে তছনছ করা হল শতাব্দীপ্রাচীন কলেজ স্ট্রিট কফি হাউসের বিল্ডিংয়ের পিলার। ঘটনায় অভিযোগ উঠেছে বিজয়প্রকাশ আগরওয়াল অ্যান্ড সনসের বিরুদ্ধে। অভিযোগ এই সংস্থার নির্দেশেই চলছিল এই বেআইনি কাজ।
স্থানীয়রা বলছেন, শতাব্দীপ্রাচীন কফি হাউসের একটা অংশ ভেঙে দোকান তৈরি করার চেষ্টা করছেন অসাধু ব্যবসায়ী। হেরিটেজ বিল্ডিংয়ের কোনওরকম পরিবর্তন নিয়ম বিরুদ্ধ। তার গায়ে হাতুড়ির ঘা! খবর পেয়েই ৪০১ ধারায় কাজ বন্ধ করার নোটিস দিয়েছে কলকাতা পুরসভা। এই ঘটনায় ক্ষুব্ধ মেয়র ফিরহাদ হাকিম। জানিয়েছেন, যে বা যারা এই কাজের সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। হেরিটেজ বিল্ডিংয়ের যে অংশ ভাঙা হয়েছে, শীঘ্রই সেই জায়গা পরিদর্শনে যাবেন মেয়র। বুধবার কফি হাউসের ওই অংশ দেখতে এসেছিলেন পুরসভার বিল্ডিং বিভাগের ইঞ্জিনিয়াররা।
কবে ভাঙা হল কফি হাউস?
সূত্রে জানানো হয়েছে, সম্প্রতি কফি হাউসের নিচে চক্রবর্তী অ্যান্ড চ্যাটার্জি বইয়ের দোকান মেরামতির কাজ শুরু হয়। এমনটা যে হবে তখন কেউ ঘুণাক্ষরেও টের পাননি। রবিবার দুপুরে আচমকা ১০০ নম্বরে ফোন করে এক ব্যক্তি জানায়, কফি হাউসে ভাঙচুর করা হচ্ছে। মুহূর্তে ঘটনাস্থলে যায় পুলিশ। দেখা যায়, বইয়ের দোকান লাগোয়া কফি হাউসের থামের একটা অংশ ভেঙে ফেলা হয়েছে। দ্রুত কাজ বন্ধ করে দেয় পুলিশ। বুধবার প্রেসিডেন্সি কলেজের উল্টোদিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় চূর্ণ-বিচূর্ণ হয়ে গিয়েছে কফি হাউসের একটা পিলার। তা ঢাকতে শাটার লাগিয়ে দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কলেজ স্ট্রিট কফি হাউসের বিল্ডিংয়ের পিলার ভেঙে দোকান তৈরি করার চেষ্টা চালাচ্ছেন অসাধু ব্যবসায়ী। এদিন এর প্রতিবাদে কলকাতা পুরসভায় ডেপুটেশন জমা দেওয়া হয়েছে। বিদগ্ধদের স্মৃতি বিজড়িত হেরিটেজ বিল্ডিং ভাঙা পড়ায় ক্ষুব্ধ কফি হাউস সোশাল সার্ভিস অ্যাসোসিয়েশন। সংগঠনের তরফে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে চিঠি লিখে অভিযোগ জানানো হয়েছে। চিঠি দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ কমিশনার মনোজ ভার্মা, ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ কমিশনের চেয়ারম্যানকে।
চিঠিতে মেয়রকে কফি হাউস সোশাল সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অচিন্ত্য লাহা জানিয়েছেন, ঐতিহ্যশালী এই বাড়ির প্রতিষ্ঠাতা শ্রীরামকৃষ্ণের স্নেহধন্য নবজাগরণের অগ্রদূত কেশবচন্দ্র সেন। ১৫ বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিটের সে ঠিকানার ঐতিহাসিক বাড়ির একটি পিলার চূড়ান্ত ক্ষতিগ্রস্ত। দোকান করতে চেয়ে কে বা কারা একটি পিলারের অনেকটা অংশ ভেঙে দিয়েছে। সূত্রের খবর, রবিবার রাতে এই ঘটনায় কয়েকজন শ্রমিককে গ্রেফতার করে আমহার্স্ট স্ট্রিট থানার পুলিশ। তবে কয়েক ঘণ্টা পরেই তাঁদের ছেড়ে দেওয়া হয়। কফি হাউস সোশাল সার্ভিস অ্যাসোসিয়েশনের সদস্যরা জানিয়েছেন, এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.